বিচার বিভাগ নিয়ে হতাশ শাহবাজ ও পিএমএল-এন
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্ব দেশটিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন। ইতোমধ্যেই দেশটি অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি বলে উল্লেখ করেছেন তিনি।
শুক্রবার (১২ মে) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ শরীফ মন্তব্য করেছেন, 'পাকিস্তানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য পিটিআই নেতৃত্ব যে ভয়ঙ্কর ভূমিকা পালন করেছে, তা দেশের জন্য একটি বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে।'
আল-কাদির ট্রাস্ট মামলায় দেশটির প্রধান বিরোধী দল পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তারের দুইদিনের মাথায় জামিন পাওয়ার পর পরই এমন মন্তব্য করলেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
এর আগে ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরান খানকে গ্রেপ্তারের বিষয়টিকে বেআইনি ঘোষণা করে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট। ইমরান খানকে গ্রেপ্তারের বিষয়টিকে পাকিস্তানের বিচারিক প্রতিষ্ঠানের জন্য একটি বড় অসম্মান বলে অভিহিত করেন দেশটির প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল।
তারপর থেকেই আরও চটেছেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ। ইমরান খানকে মুক্তি ও জামিন দেওয়ার কারণে বিচার বিভাগের উপর ক্ষোভ ঝেড়েছেন তিনি। এই রায়কে, 'পক্ষপাতদুষ্ট, দ্বিমুখী ও প্রশ্রয়মূলক পরিত্রাণ' বলে আখ্যায়িত করে হতাশা প্রকাশ করেছেন তিনি।
পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, 'বিচার বিভাগ ইমরান খানের জন্য একটি লোহার ঢাল হয়ে দাঁড়িয়েছে' উল্লেখ করে বিচার বিভাগের নিন্দা করে শাহবাজ বলেন, 'পাকিস্তানে আইনের শাসন নিশ্চিত করতে জোট সরকার সব ধরনের পদক্ষেপ নেবে।'
দেশের অন্যান্য রাজনীতিকদের প্রতি বিচার বিভাগের দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তোলেন শাহবাজ। তিনি বলেন, 'ভুয়া মামলায় রাজনীতিবিদদের জেলে পাঠানো হয়েছে। কোনো আদালত কি তা আমলে নিয়েছে?'
শাহবাজ বলেন, ১০ বছরের জন্য দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করার এজেন্ডার অংশ ছিলেন পিটিআই চেয়ারম্যান।
কেবল শাহবাজ নন, তার দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) অন্যান্য নেতাকর্মীরাও প্রধান বিচারপতি ও বিচার বিভাগের নিন্দা করেছেন। পিএমএল-এন এর প্রধান সংগঠক মরিয়ম নেওয়াজ শরীফ তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে কটাক্ষ করে লিখেছেন, 'আপনি পদত্যাগ করে পিটিআই-তে যোগ দিন।'
প্রসঙ্গত, আল-কাদির ট্রাস্ট মামলায় দুই সপ্তাহের জামিন পেয়েছেন ইমরান খান। একইসঙ্গে আগামী ১৭ মে পর্যন্ত ইমরান খানকে যেন ৯ মে তারিখের পর দায়ের করা নতুন কোনো মামলায় গ্রেপ্তার না করা হয় সেজন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট।
/এএস