উত্তাল পাকিস্তান, সংঘর্ষে নিহত ৪
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে হরতালের ডাক দিয়েছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ইমরান খানকে গ্রেপ্তার করার পর পাকিস্তানের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। খাইবার পাখতুনখাওয়া, পাঞ্জাব, বেলুচিস্তান এবং ইসলামাবাদে সহিংসতার ঘটনা ঘটেছে।
পাকিস্তানের স্থানীয় টেলিভিশন চ্যানেল জিও টিভি তাদের এক প্রতিবেদনে ইতোমধ্যে পেশোয়ারে ৪ জনের নিহতের জানিয়েছে।
লেডি রিডিং হাসপাতালের এক মুখপাত্রের বরাত দিয়ে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জরুরী বিভাগের ডাক্তাররা গুলিবিদ্ধ চারটি মরদেহ পেয়েছেন, এবং আরও ২৭ জন চিকিৎসাধীন আছেন।
ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বেড়ে চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে দেশটির রাজধানী ইসলামাবাদ, পাঞ্জাব প্রদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি খাইবার পাখতুনখোয়া ও বেতুচিস্তান প্রদেশে সেনাবাহিনী মোতায়েনের জন্য কেন্দ্রীয় সরকারকে আহ্বান করেছে প্রাদেশিক সরকার।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত একটি আদেশ অনুসারে, সেনাবাহিনীকে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে এবং পাঞ্জাব প্রদেশ জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য বেসামরিক ক্ষমতার সহায়তায় পাকিস্তান সেনাবাহিনীর সৈন্য মোতায়েনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে আরও বলা হয়েছে, সেনা মোতায়েনের বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত প্রাদেশিক সরকার নিবে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে মোতায়েনকৃত সেনা সদস্যদের প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, মঙ্গলবার (৯ মে) দুপুরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করে এনএবি। আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে ইসলামাবাদ হাইকোর্টের ভেতর থেকে তুলে নেয় রেঞ্জার্স সদস্যরা। ইমরান খানকে গ্রেপ্তার করার পর পাকিস্তানের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
এনএবি এর কৌঁসুলি ইমরানের ১৪ দিনের রিমান্ড আবেদন করলে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তী শুনানির জন্য ১৭ মে তারিখে ইমরানকে আদালতে হাজির করতে এনএবি-কে নির্দেশ দিয়েছেন আদালত।
/এএস