ইমরান খান গ্রেপ্তার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে) বিকালে ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী তাকে হেফাজতে নেয়। পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ডনের।
পিটিআই সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরী এক টুইটে বলেন, আইএইচসি রেঞ্জার্স তাকে গ্রেপ্তার করেছে। ইমরানকে হেনস্থা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ইসলামাবাদের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ডক্টর আকবর নাসির খান বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
জিও নিউজের মতে, পিটিআই চেয়ারম্যান হাইকোর্টে বায়োমেট্রিক করতে যাচ্ছিলেন। এ সময় তাকে হেফাজতে নেওয়া হয়। এনএবি কর্মকর্তাদের কাছে ইমরানের নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পিটিআই নেতা আজহার মাশওয়ানি অভিযোগ করেছেন, ইমরানকে রেঞ্জার্সরা আদালতের ভেতর থেকে ‘অপহরণ’ করেছে। এর প্রতিবাদে দলটি তাৎক্ষণিকভাবে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরএ/