কেরালায় পর্যটকবাহী নৌকাডুবিতে নিহত অন্তত ২২

ভারতের কেরালা রাজ্যের মালাপ্পুরম জেলার একটি সমুদ্র সৈকতের কাছে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে। তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।
সরকারি তথ্যের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানাীয় সময় রবিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৭ শিশু রয়েছে।
এ ঘটনায় নৌকার মালিকের বিরুদ্ধে হত্যা মামলা দোয়ের করা হয়েছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। নৌকাটিতে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত করে বলা যায়নি। ৪০ জনের টিকিট ছিল। টিকিট ছাড়া অনেক যাত্রী ছিল। এ ছাড়া নৌকাটির নিরাপত্তা সনদও ছিল না।
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোস (এনডিআরএফ) ও কোস্ট গার্ড উদ্ধার কাজ চালাচ্ছে। পানির নিচে ব্যবহারযোগ্য ক্যামেরা দিয়ে নিখোজদের খুঁজে বের করা হচ্ছে। রাজনৈতিক নেতারা এ ঘটনায় শোক জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি বলেন, কেরালার মালাপ্পুরমে নৌকা দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ব্যথিত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে।
কেরালার পর্যটন মন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াস বলেছেন, কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। হতাহতরা স্কুল ছুটির মধ্যে ঘুরতে এসেছিলেন।
তিনি পিটিআইকে বলেন, নৌকাটির নিচে আটকে পড়া আরও অনেককে বের করে আনতে হবে বলে মনে করা হচ্ছে। নৌকাটি উল্টে গেছে। এর কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাটির তদন্ত করবে।
প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মালাপ্পুরম জেলা কালেক্টরকে একটি সমন্বিত জরুরি উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।
এসএন
