পুতিনকে হত্যাচেষ্টায় ইউক্রেনের ড্রোন হামলা, দাবি রাশিয়ার
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশে মঙ্গলবার (২ মে) রাতে তার বাসভবন ক্রেমলিনে ইউক্রেন দুটি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্লুমবার্গ ও আলজাজিরা।
ক্রেমলিন বলছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ চালানো হয়েছে। হামলায় দুটি ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে ড্রোন দুটি ভূপাতিত করা হয়েছে।
এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, ক্রেমলিনকে নিশানা করে ইউক্রেন দুটি ড্রোন হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোন দুটি ধ্বংস করে ভূপাতিত করেছে। এতে কেউ আহত বা কোনো ভবন ক্ষতিগ্রস্ত হয়নি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন।
ক্রেমলিনের এ বিবৃতির পরপরই রাজধানী মস্কোজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি ড্রোন ব্যবহার নিষিদ্ধ করেন মেয়র।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাজধানী মস্কোর কেন্দ্রস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। তবে এ ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। এ ছাড়া হামলার অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন।
এসজি