পাকিস্তান-চীনের সঙ্গে আলোচনায় বসবে তালেবান পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানি ও চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তালেবানের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সাক্ষাৎ করবেন আগামী সপ্তাহে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি কমিটি এ সাক্ষাতের জন্য মুত্তাকিকে আফগানিস্তান থেকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দিয়েছে।
মঙ্গলবার (২ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্স নিউজ এজেন্সি সোমবার জানিয়েছে, মুত্তাকি যেন ৬ থেকে ৯ মে পাকিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য ভ্রমণ করতে পারেন এজন্য পাকিস্তানের জাতিসংঘ মিশন অনুরোধ করেছে।
মুত্তাকি দীর্ঘদিন ধরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং অস্ত্র নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।
এর আগে গত মাসে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি শান্তি ও নিরাপত্তা বিষয়ে আলোচনার জন্য মুত্তাকিকে উজবেকিস্তানে যাওয়ার অনুমতি দিয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কমিটি।
আফগানিস্তানের টোলোনিউজ সোমবার বলেছিল যে, পাকিস্তানের মিডিয়া আসন্ন সফরের বিষয়ে প্রতিবেদন করছে এবং মুত্তাকি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারির সাথে দেখা করবেন। টোলোনিউজের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এ সফরের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে, গতকাল সোমবার কাতারের রাজধানী দোহায় আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে আফগানিস্তান নিয়ে আলোচনার জন্য বৈঠক করেন। বৈঠকে আফগানিস্তানে নারীদের দুর্দশার চিত্র বিশেষভাবে তুলে ধরা হয়।
দোহায় দুদিনের এ রুদ্ধদ্বার বৈঠকে তালেবান কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক। তিনি জানান, আলোচনার মূল বিষয়গুলো ছিল নারীদের অধিকার, অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা, সন্ত্রাসবাদ ও মাদক পাচার প্রতিরোধ।
তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি আল-জাজিরাকে বলেছেন, ‘আফগান সরকারের অংশগ্রহণ ছাড়া আফগানিস্তান নিয়ে যে কোনো বৈঠক অকার্যকর।’
আরএ/