বয়স্কদের দিনের থিম ঘোষণা করল ভ্যাটিকান
এ বছরের ২৪ জুলাইকে দাদা-দাদি, নানা-নানি ও বিশ্ব বয়স্কদের দিবস হিসেবে বরাবরের মতো পালন করবে ভ্যাটিকান।
রবিবারের দিনটি সেন্ট অ্যান ও জেয়াকিমের ফিস্টের আগের দিন। তারা ছিলেন প্রভু যিশুর নানা-নানি। দিনটির থিম হিসেবে পোপ নির্বাচন করেছেন, ‘বয়সের এক পর্যায় থেকে আরেক পর্যায়ে যিশুর দয়া, অনুগ্রহ ও কৃপা (লুক; ১.৫০)’।
‘দ্য ভ্যাটিকান ডিকশনারি ফর লেইটি, ফ্যামেলি অ্যান্ড লাইফ’ বা ‘ভ্যাটিকানের সাধারণ জনগণ, পরিবার ও জীবনের জন্য অভিধান অনুসারে এই থিমটি বিশ্বযুব দিবস ২০২৩’র সঙ্গে সংযুক্ত। সেটিও লুকের উপদেশাবলির প্রথম অধ্যায় থেকে এসেছে। সেটি হলো, ‘মেরি জন্মলাভ করেছেন ও দ্রুততার সঙ্গে উঠেছেন (লুক : ১.৩৯)’।
বিশ্ব দাদা-দাদি, নানা-নানি ও বয়স্ক দিবসে পোপ ফ্রান্সিস খ্রিস্টানদের প্রধান ধর্মযাজক হিসেবে তার কার্যালয় ভ্যাটিকানের সেন্ট পিটারস ব্যাসিলিকা থেকে একটি বিশেষ গণপ্রার্থনা পরিচালনা করবেন।
তিনি তার অধীনস্থ সকল প্যারিশ, ডায়োসিস, সংঘ, সমিতি ও সমাজকে তাদের নিজস্ব ধর্মযাজকীয় বিষয়াবলির নিরসনে উদযাপন করতে আমন্ত্রণ জানিয়েছেন।
৮৬ বছরের পোপ ফ্রান্সিস মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাকে অনুরূপ মর্যাদা প্রদানের জন্য সকলকে আবেদন জানিয়েছেন।
তিনি প্রায়ই ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাসগুলোকে পালনের ক্ষেত্রে দাদা-দাদি, নানা-নানি ও বয়স্কদের ভূমিকাগুলোর কথা শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন।
পোপ ফ্রান্সিস ২০২১ সালে বিশ্ব দাদা-দাদি, নানা-নানি ও বয়স্ক দিবস স্থাপন করেছেন ২৩ জুলাই।
গত বছরের থিম হিসেবে পালিত হয়েছে সাম বা স্তুতিগানের ৯২:১৫ থেকে ‘বুড়ো বয়সেও তারা থাকবেন ফল বহনকারী’।
ওএফএস/