করোনায় আরও সাড়ে ৪ শতাধিক মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪৬৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ৭৪ হাজার ১৪ জন।
মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে শনিবার (৮ এপ্রিল) সকালে এসব তথ্য জানা গেছে।
এ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, শুক্রবার বিশ্বে করোনায় দৈনিক মৃত্যুর তালিকার শীর্ষে ছিল জার্মানি। আর এদিন এই রোগে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়।
জার্মানিতে এ দিন কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১৩২ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪১২ জন।
একই দিন ১২ হাজার ৮৪ জন নতুন আক্রান্ত রোগী নিয়ে দৈনিক আক্রান্তের হিসেবে শীর্ষে অবস্থান নিয়েছে দক্ষিণ কোরিয়া। পাশাপাশি, এদিন দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের।
যুক্তরাষ্ট্র ও রাশিয়া ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে শুক্রবার মৃত্যু ও সংক্রমণের উচ্চহার দেখা গেছে, সেসব হলো— যুক্তরাষ্ট্র (মৃত ১০৫ জন, নতুন আক্রান্ত ৭ হাজার ১৮৩ জন), রাশিয়া (মৃত ৩৯ জন, নতুন আক্রান্ত ৯ হাজার ৩৭১ জন), ফ্রান্স (মৃত ৩৫ জন, নতুন আক্রান্ত ৯ হাজার ৩৭৪ জন), এবং জাপান (মৃত ২৭ জন, নতুন আক্রান্ত ৮ হাজার ৫৬২ জন)।
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ২ লাখ ৬৪ হাজার ৮৯৮ জন। এদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ২ লাখ ২৫ হাজার ১০৯ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৯ হাজার ৭০৮ জন।
এসএন