পাল্টা হামলা চালাতে ফের সংগঠিত হচ্ছে ইউক্রেন
'ঝড় তুলুন, শত্রুকে দল বিচ্ছিন্ন করুন তারপর পাল্টা আঘাত করুন।'
গেল কয়েক মাস ধরে যেন এই মন্ত্রে দীক্ষিত হয়েই যুদ্ধ করে যাচ্ছে ইউক্রেন। বিশেষ করে গেল শীত মৌসুম থেকে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো কর্মকর্তারা এমনটাই ঘন ঘন আওড়াচ্ছেন।
ধারণা করার জন্য এতটুকু যথেষ্ট কিন্তু প্রশ্ন হচ্ছে এমনটা যদি কার্যকর করতে হয় তবে সেটা কোথায়, কখন এবং কিভাবে? যদিও ইউক্রেন রাশিয়ানদের হাজার কিলোমিটারের ফ্রন্ট লাইনের দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করছে, তবে এই উত্তর খোদ ইউক্রেনও হয়তো জানেনা। কারণ গেল সেপ্টেম্বরে হটাৎ করেই খারকিভের উত্তর-পূর্ব অঞ্চলে আক্রমণ শুরু করেছিল রাশিয়া যা ঘুনাক্ষরেও আন্দাজ করতে পারেনি ইউক্রেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন প্রকাশিত এক বিশ্লেষণ প্রতিবেদনে কথাগুলো লিখেছেন সিএনএন-এর বিশেষ প্রতিনিধি টিম লিস্টার।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল কিরিলো বুদানভের বরাত দিয়ে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, ইউক্রেন এ বিষয়ে যথেষ্ট সতর্ক কারণ এই পাল্টা আঘাত এই সংঘর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে। গেল মাসে এক সাক্ষাৎকারে কিরিলো বুদানভ বলেছেন 'ইউক্রেন-রাশিয়া লড়বে, সেটা এই বসন্তেই এবং যুদ্ধের নিষ্পত্তি হওয়ার পূর্বে এই যুদ্ধটিই হবে চূড়ান্ত যুদ্ধ।'
এই বক্তব্য থেকে ধারণা করা যায়, সক্ষমতা বৃদ্ধি করতে ইউক্রেন সময় নিবে। অবশ্য ভবিষ্যৎবাণী করা মূর্খতার সামিল, আসছে দিনগুলোতে এ সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিত ভুল ও প্রতারণামূলক তথ্য ছড়ানো হবে।
তবে পাল্টা আক্রমণের প্রস্তুতি বেশ ভালোভাবেই নিচ্ছে ইউক্রেন। সেজন্য নতুন ইউনিটগুলোকে একীভূত করে প্রশিক্ষণ সমাপ্ত করা হবে এবং রাশিয়ার অস্ত্র-রসদ চেইন ও রিয়েল টাইম বুদ্ধিমত্তা 'রিয়ার'কে অবনমনের প্রচেষ্টা চালানো হবে।
অস্ট্রেলিয়ার সাবেক এক সেনা প্রধান মাইক রায়ান যিনি বর্তমানে ইউক্রেনে আছেন বলেছেন, 'গোয়েন্দা চিত্রটি রাশিয়ান প্রতিরক্ষামূলক স্থাপনায় কোথায় দুর্বলতা থাকতে পারে, সেইসাথে রাশিয়ান সদর দপ্তরের অবস্থান, লজিস্টিক এবং রিজার্ভ ফোর্স অবস্থানের মতো বিষয়গুলিকে অবহিত করবে।'
ইউক্রেন বেশ কয়েকটি নতুন কর্প তৈরি করছে, যার প্রতিটিতে কয়েক হাজার সৈন্য থাকবে উল্লেখ করে রায়ান সিএনএনকে আরও বলেছেন, 'এগুলোর মধ্যে কেবল নতুন পশ্চিমা সাঁজোয়া যান, পদাতিক যুদ্ধ যান এবং অন্যান্য সরঞ্জামই থাকবে না বরং প্রচুর প্রকৌশল সরঞ্জামও থাকবে।'
সুত্রানুসারে জানা গেছে এই কর্পগুলো ইতোমধ্যে প্রস্তুতও হয়েছে।
ওয়াশিংটন ডিসির ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার-এ কাতেরিনা স্টেপানেঙ্কো বলেছেন, 'ইউক্রেনীয় সূত্রগুলো ইতোমধ্যে নিশ্চিত করেছে যে তারা পাল্টা আক্রমণের জন্য ছয় থেকে নয়টি নতুন ব্রিগেড গঠন করছে বা করেছে।'
রায়ান অবশ্য বলেছেন, 'এই ধরনের উচ্চাভিলাষী আক্রমণগুলো প্রচুর পরিমাণে জ্বালানী, যুদ্ধাস্ত্র, খাদ্য, চিকিৎসা সরবরাহ এবং অতিরিক্ত সরঞ্জাম খরচ করে। এর বাইরেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই লজিস্টিক চেইন খারাপ আবহাওয়ার কারণে বাধাগ্রস্ত হতে পারে।'
আক্রমণাত্মক পদক্ষেপের সূচনা হতে পারে একটি সুপ্রস্তুত বাহিনী দ্বারা বাখমুত এলাকায় পাল্টা আক্রমণের মাধ্যমে। গত সপ্তাহে, ইউক্রেনীয় স্থল বাহিনীর কমান্ডার, কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি, বাখমুত এলাকায় ছিলেন এবং বলেছিলেন 'আমাদের কাজ হল যতটা সম্ভব শত্রুদের ধ্বংস করা এবং আমাদের আক্রমণ চালানোর জন্য পরিস্থিতি তৈরি করা।'
/এএস