ট্রাম্প ম্যানহাটনের এক আদালতে গ্রেপ্তার
ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৪ এপ্রিল) নিউইয়র্কে ম্যানহাটানের আদালতে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এরপর আদালতের অন্যান্য প্রক্রিয়া শুরু হয়।
যুক্তরাজ্যের বার্তা সংস্থা বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে ট্রাম্পই প্রথম যিনি ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলেন।
পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় আদালতে আত্মসমর্পণ করার জন্য মঙ্গলবার সকালে নিউইয়র্কে পৌঁছান ট্রাম্প। ট্রাম্পের উপস্থিতি ঘিরে শুধু ম্যানহাটান নয়, পুরো নিউইয়র্কের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাম্প টাওয়ারসহ ম্যানহাটানের ফিফথ অ্যাভিনিউজুড়ে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।
এর আগে মঙ্গলবার সকালে এক ইমেইল বার্তায় সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য দুঃখজনক এক দিন (আজ)। গ্রেপ্তার হওয়ার আগে আমার শেষ ই-মেইল।’ এতে যুক্তরাষ্ট্রকে রক্ষায় জনগণকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান সাবেক এই প্রেসিডেন্ট। যে বিচারক তার বিরুদ্ধে অভিযোগ গঠন করবেন, তাকে ‘একবারেই দলবাজ’ আখ্যা দিয়ে ট্রাম্প অভিযোগ করেছেন, তার পরিবার ‘ট্রাম্পবিদ্বেষী হিসেবে সুপরিচিত’। এই আদালতকে ‘ক্যাঙারু কোর্ট’ অভিহিত করে ই-মেইল শেষ করেন ট্রাম্প।
আদালতে প্রবেশের আগে ট্রাম্প সেখানে সমবেত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি। এর আগে ট্রাম্প টাওয়ার থেকে তিনি গাড়িবহর নিয়ে ছয় মাইল পথ পাড়ি দিয়ে ম্যানহাটান ক্রিমিনাল কোর্ট ভবন এলাকায় আসেন। ওই এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
বিবিসি তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, আদালত ভবনে ঢোকার সময় সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন ট্রাম্প। তার সমর্থনে ওই এলাকায় জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখে। আদালতে তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। এরপর তাকে অভিযোগের বিষয়ে জানানো হবে। শুনানি শেষে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করার কথা রয়েছে। তবে তাকে আদালত জামিন দিতে পারেন। এরপর সন্ধ্যায় তার ফ্লোরিডায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
এর আগেই অবশ্য তার গ্রেপ্তার হওয়ার গুঞ্জন রটে নেট দুনিয়ায়। গ্রেপ্তার আশঙ্কায় বিশ্বের সব সংবাদমাধ্যমে এ-সংক্রান্ত খবর প্রচার হয়েছে। ট্রাম্প টাওয়ারের সামনে ভিড় করেছেন অসংখ্য সাংবাদিক।
সম্পর্ক নিয়ে মুখ না খুলতে পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় গত বৃহস্পতিবার ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। স্টরমির দাবি, ২০০৬ সালে দুজন শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে তাকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।
এমএমএ/এএস