সোমবার ভারত সফরে যাচ্ছেন ভুটানের রাজা
ভুটানের রাজা জিগমে খিসা নামগেইল ওয়ানচুক আগামীকাল সোমবার (২ এপ্রিল) তিনদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যাবেন। ভারতের প্রেসিডেন্ট দ্রোপদী মুর্মুর আমন্ত্রণে তিনি প্রতিবেশী দেশটিতে যাচ্ছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের ঘোষণা দিয়ে জানিয়েছে, ‘দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের আদান-প্রদানের ঐতিহ্য বজায় রাখতে তিনি আসছেন।’
ভারতের প্রেসিডেন্ট দ্রোপদী মুর্মুর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন ভুটানের অত্যন্ত উচ্চশিক্ষিত রাজা।
তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। তার সঙ্গে দেশের সিনিয়র কর্মকর্তারা আসবেন।
১৯৬১ সাল থেকে ভারত ভুটানের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোতে সহযোগিতা করে চলেছে। সর্বশেষ দ্বাদশ পঞ্চবার্ষিকী (২০১৮-২০২৩) পরিকল্পনায় দুই দেশের মধ্যে ৪৫ হাজার কোটি রূপীর সহযোগিতা হচ্ছে। সেগুলো হলো, ক্ষুদ্র উন্নয়ন প্রকল্প, সরাসরি বাজেটওয়ারি সহযোগিতা ইত্যাদি। জলবিদ্যুৎ সহযোগিতা ভারতকে পরিষ্কার পানি দিয়েছে এবং ভুটানকে অর্থনৈতিক সমৃদ্ধি প্রদান করেছে।
১৯৮০ সাল থেকে ভারত চারটি ২০০ মেগাহার্জের বিরাট জলবিদুৎ প্রকল্প ভুটানের সঙ্গে পরিচালনা করছে। আরও দুটি মেগা প্রকল্প নির্মাণ চলছে।
নিয়মিতভাবে ভারত ভুটানের প্রধান বাণিজ্য অংশীদার ও ভুটানের প্রধান বিনিয়োগকারী। ২০২১ সালের নভেম্বরে ভুটানের সঙ্গে আনুষ্ঠানিকতা সেরেছে বৃহৎ এই প্রতিবেশী দেশটি সাতটি নতুন বাণিজ্য পথের জন্য যেগুলো দ্বিপাক্ষিক ও ট্রানজিটের মাধ্যমে করা হবে। এ ছাড়া, ভুটান থেকে ভারতে ১২টি কৃষি পণ্যের মার্কেট রয়েছে।
তৃতীয় আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে চালু করতে যাচ্ছে দুটি দেশ। এ ছাড়া, দ্য ন্যাশনাল রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (এনআরইএন) অব ভুটান এবং ভারতের ন্যাশনাল নলেজ নেটওয়ার্কের মধ্যে মূলত ই-লার্নিংয়ের আদান-প্রদান ও স্বক্ষমতাগুলো তৈরি হবে ডোমেইনের ভিত্তিতে। প্রশিক্ষকদের প্রশিক্ষণ চলছে।
ভারতের দ্যা ন্যাশনাল পেমেন্ট কোঅপারেশন অব ইন্ডিয়ার ২০১২ সালের ২৬ মার্চ থেকে শুরু হওয়া ‘রূপে’ পেমেন্ট ও ফিনানশিয়াল সাভির্সটির ভুটানের সঙ্গে প্রথম ফেইজের উদ্বোধন করা হয়েছিল এবং ২০২১ সালের জুলাইতে ভারতের ভুটান ইন্টারফেস ফর মানি (বিএইচআইএম) চালু হয়েছিল।
মহাকাশে সহযোগিতা এক্ষেত্রে নবতর সংযোজনে গিয়েছে দেশ দুটি। ২০১৯ সালে দুই দেশের প্রধানমন্ত্রী দ্য গ্রাউন্ড আথ স্টেশন অব দ্য সাউথ এশিয়া স্যাটেলাইট উদ্বোধন করেছেন ভুটানের রাজধানী থিম্পুতে। নির্মিত হয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অগানাইজেশনের সহযোগিতায়। মহাকাশে তাদের সাহায্যে একটি ভারত-ভুটান স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে ২৬ নভেম্বর ২০২২ সালের ২৬ নভেম্বর, আইএসআরও’র পোলার স্যাটেলাইট লাঞ্চ ভেহিক্যালের মাধ্যমে। এই মাসের শুরুতে ভারতীয় প্রতিষ্ঠানটির প্রধান এস. সোমনাথ গ্রাউন্ড আর্থ স্টেশন সূচনা করতে দেশটিতে সফর করেছেন।
ওএফএস/