এপ্রিলে তুরস্ক সফর করতে পারেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের আক্কুয়ু পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডিং অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোয়ান এ হ্যাবের টিভি চ্যানেলকে এ কথা বলেছেন।
এরদোয়ান বলেন, আক্কুয়ু পরমাণু বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজ সফলতার সঙ্গেই এগিয়ে চলেছে। আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠেয় আয়োজনে তুরস্কে এসে পুতিন অংশ নিতে পারেন। আমরা উভয়ে সম্ভবত অনলাইনে যোগ দেব।
দ্য আক্কুয়ু এনপিপি তুরস্কে নির্বিতব্য প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার সঙ্গে ২০১০ সালে তুরস্কের আন্তর্সরকারি চুক্তির মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর কাজ শেষ হলে এটি তুরস্কের বিদ্যুৎ চাহিদার দশ শতাংশ পূরণ করতে সক্ষম হবে। বিদ্যুৎ কেন্দ্রটি চলতি বছরেই চালু হওয়ার কথা রয়েছে।
পারমাণবিক কেন্দ্রে চারটি রাশিয়ান ডিজাইন করা ভিভিইআর প্রজন্মের ৩ প্লাস চুল্লি অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি চুল্লির পাওয়ার আউটপুট দাঁড়াবে ১২০০ মেগাওয়াট। একবার চালু এবং পূর্ণ ক্ষমতায় আনা হলে এটি প্রতি বছর প্রায় ৩৫ বিলিয়ন কেডব্লিউএইচ উৎপাদন করবে।
এমএমএ/