ফিলিপাইনে মাঝ সমুদ্রে ফেরিতে আগুন, নিহত ১০
দক্ষিণ ফিলিপাইনে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে কমপক্ষে ১০ জন নিহত এবং কমপক্ষে সাতজন নিখোঁজ হয়েছেন। ওই সময় ফেরিতে থাকা আরও ২৩০ জনকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। খবর নিউ ইয়র্ক টাইমসের।
ফিলিপাইনের কোস্ট গার্ড জানিয়েছে, বুধবার সন্ধ্যায় যখন আগুন লাগে তখন জাহাজটি দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ বাসিলানের কাছে সমুদ্রে ছিল।
উপকূলরক্ষীরা জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। বিস্তারিত জানতে তদন্ত শুরু করা হয়েছে।
আগুন লাগা লেডি মেরি জয় নামক জাহাজটি কতজন লোক বহন করছিল তা স্পষ্ট নয়। তবে মিনদানাও অঞ্চল কোস্টগার্ডের প্রধান কমডোর রিজার্ড মারফে স্থানীয় ডিজিএমএম রেডিও স্টেশনকে জানিয়েছেন, আগুনের সূত্রপাত হয় ফেরির একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে। ওই কেবিনে থাকা ৯ জন গুরুতর আহত হয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ফেরিটি একসঙ্গে ৪৩০ জন মানুষ বহন করতে পারে।
কোস্টগার্ড জানিয়েছে, এ দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার তদন্তে এবং নিরাপত্তা মূল্যায়নের বিষয়ে তারা সহায়তা করবে। এ ছাড়া সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে কিনা সেদিকটিতেও লক্ষ্য রাখবে।
৭ হাজার ৬০০ দ্বীপ নিয়ে গঠিত ফিলিপাইন একটি দ্বীপপুঞ্জ রাষ্ট্র। ফিলিপাইনে সামুদ্রিক দুর্ঘটনা কিছুটা নিয়মিত ঘটে। গত বছর ফিলিপাইনের রাজধানী ম্যানিলার পূর্বে পলিলো দ্বীপ থেকে যাত্রা করার পরপরই ১২৪ জন যাত্রী বহনকারী একটি ফেরিতে আগুন লেগে সাতজন মারা যান। উদ্ধার করা হয় শতাধিক মানুষকে।
আরএ/