করোনায় আরও ৬৯৬ জনের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও নতুন করে শনাক্তের হার আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়ছে ৬৯৬ জনের। একই সময় নতুন করে শনাক্ত হয়েছে ৯০ হাজার ৭৩৬ জনের।
করোনায় মৃত্যু, শনাক্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে শনিবার সকালে এসব তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় দৈনিক মৃত্যুর তালিকার শীর্ষে রয়েছে জার্মানির নাম। অন্যদিকে এদিন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে রাশিয়ায়।
ওয়ার্ল্ডোমিটার্সের চার্ট বলছে, শুক্রবার জার্মানিতে কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১৫৭ জনের এবং করোনা নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৬৩৫ জন।
অন্যদিকে একই দিন ১২ হাজার ৫১২ জন নতুন আক্রান্ত রোগী নিয়ে দৈনিক আক্রান্তের হিসেবে শীর্ষে অবস্থান করছে রাশিয়া। পাশাপাশি, এদিন দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত হয়েছে ১৩৮ জনের এবং নতুন আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪২৪ জন। স্পেনে মৃত্যু হয়েছে ৪৩ জনের এবং নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬০ জনের। জাপানে মৃত্য হয়েছে ৪০ জনের এবং নতুন আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৮৫ জন। এ ছাড়া তাইওয়ানে মৃত্যু হয়েছে ৪০ জনের এবং নতুন করে আক্রান্ত হয়ছেন ৫৫ জন।
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ২ লাখ ৭৬ হাজার ৫৯৯ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ২ লাখ ৩৬ হাজার ৪৯৫ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪০ হাজার ১০৪ জন।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৮ কোটি ৩১ লাখ ৯১ হাজার ৩৮ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৮ লাখ ২৬ হাজার ১৯৫ জনের।
এ ছাড়া গত প্রায় তিন বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৬৫ কোটি ৬০ লাখ ৮৮ হাজার ২৪৪ জন।
এসএন