জিনপিংয়ের রাশিয়া সফর ঘনিষ্ঠভাবে অনুসরণ করবে ইউক্রেন!
ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়া সফরে গেছেন চীনের প্রেডিসেন্ট শি জিনপিং। চীনা প্রেসিডেন্টের এই সফর ঘনিষ্ঠভাবে ইউক্রেন অনুসরণ করবে বলে দেশটির সিনিয়র এক কর্মকর্তা জানিয়েছেন।
সোমবার (২০ মার্চ) রাশিয়া সফরে গেছেন শি জিনপিং। তিনদিনের সফরে মস্কোতে রাষ্ট্রীয় প্রধান অতিথি হয়েছেন চীনের প্রধান। ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং দুইবার পারস্পরিক বৈঠক করবেন।
ইউক্রেনের শিশুদের রাশিয়ায় নির্বাসিত করার অপরাধে শুক্রবার (১৭ মার্চ) রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর শি জিনপিং হলেন প্রথম বিশ্বনেতা যিনি পুতিনের সঙ্গে দেখা করেছেন। তবে মস্কো এই অপরাধ অস্বীকার ও বাতিল করেছে।
আরও পড়ুন: ৩ দিনের সফরে রাশিয়ায় চীনা প্রেসিডেন্ট
শি জিনপিংয়ের এই রাষ্ট্রীয় সফরের বিষয়ে ইউক্রেনের উচ্চতম পর্যায়ের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য ও মতামত ব্যক্ত করেননি।
তবে ইউক্রেনের এক সিনিয়র কর্মকর্তা এফএপিকে বলেছেন, ‘এই সফরকে ইউক্রেন ঘনিষ্টভাবে অনুসরণ করবে’।
তিনি বলেন, ‘আমাদের জন্য এটি সমালোচনামূলকভাবে গুরুত্বপূর্ণ যে, চীন অন্যান্য দেশের সঙ্গে আঞ্চলিক ও স্থানিক সততা তার ধীরস্থির, দৃঢ় সংকল্পের মাধ্যমে নীতি, কৌশলগুলোতে রক্ষণাবেক্ষণ করে চলেছে’।
মার্কিন যুক্তরাষ্ট্র চলতি বছরের ফেব্রুয়ারিতে চীনের রাজধানী বেইজিংকে রাশিয়ায় অস্ত্র সরবরাহ বিবেচনার অনুরোধ করেছে। ফেব্রুয়ারিতেই চীন আনুষ্ঠানিকভাবে ১২টি পয়েন্ট উল্লেখ করে ইউক্রেনের সংকট সমাধানের জন্য।
মস্কোকে নিজের সফরের শুরুতে শি জিনপিং বলেছেন, ‘বেইজিয়ের প্রস্তাব বৈশ্বিক দৃষ্টিভঙ্গিগুলোকে প্রতিফলিত ও পরিণতিগুলোকে ব্যর্থ করতে অনুসন্ধান করছে তবে স্বীকৃতি দিয়েছে যে, পরিস্থিতিগুলো সহজ নয়।’
রাশিয়ান সরকারের প্রকাশিত রসিসকায়া গেজেট পত্রিকায় নিজের লেখা একটি নিবন্ধে শি চিন পিং লিখেছেন, ‘জটিল সমস্যাগুলোর সহজ সমাধানগুলো নেই।’
ওএফএস/