ইমরান খানের বাড়িতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬১
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বাড়িতে শনিবার (১৮ মার্চ) অভিযান চালিয়ে ৬১ জনকে গ্রেপ্তার করেছে লাহোর পুলিশ। পুলিশ বলছে, ইমরান খানের বাড়ির ছাদ থেকে পুলিশকে লক্ষ্য করে একজন গুলি ছোড়েন। পরে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে।
পুলিশের সিনিয়র কর্মকর্তা সুহাইল সুখেরা বলেছেন, পুলিশ প্রতিবন্ধকতাগুলো সরিয়ে ফেলেছে, যেগুলো ইমরানের দল তেহরিক ই-ইনসাফের নেতা-কর্মীরা স্থাপন করেছিলেন। লাঠিসোটা হাতে ইমরানের সমর্থকরা পুলিশকে বাধা দিয়েছে ও তারা পাথর নিক্ষেপ করেছে। তারা তাদের উপর পেট্রল বোমা নিক্ষেপ করে। তবে যে লোকটি বাড়ির ছাদ থেকে গুলি ছুঁড়েছে, তার গুলিতে কেউ আহত হননি।
পুলিশ ইমরানের বাড়ির গেট ভেঙে ঢুকে পড়ে ও সেখানে মুখোশ, পেট্রল ভরা বোতলগুলো ও লোহার রড এবং লাঠিসোটা খুঁজে পেয়েছে। পুলিশের ভাষ্য, এই সপ্তাহে তাদের উপর আক্রমণের সময় এগুলো ব্যবহার করা হয়েছে।
জামান পার্কের কাছে ইমরানের বাড়িটি অবস্থিত। সেখানে পুলিশ অভিযান চালিয়ে সমর্থকদের সরিয়ে দিয়েছে। তবে সেসময় বাড়িতে ছিলেন না ইমরান খান। তিনি ইসলামাবাদে তার বিরুদ্ধে দেশের উপহার বেআইনিভাবে বিক্রির অভিযোগে একটি আদালতে হাজিরা দেওয়ার আইনি বিষয়গুলো দেখতে যান। তাকে ৩০ মার্চ শুনানির জন্য আদালতে হাজির হতে হবে।
ইমরান খান একটি মামলায় হাজিরা দিতে ব্যর্থ হওয়ার পর বৃহস্পতিবার থেকে তার বাড়িতে থাকেন না। তিনি গ্রেপ্তারি পরোয়ানার একটি আদেশেরও মোকাবিলা করছেন। ইমরান জানিয়েছেন, তাকে গ্রেপ্তার করা হলে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য একটি কমিটি করে দেবেন।
ওএফএস/