অমিক্রন নিয়ে আতঙ্ক নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মুখ্য বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিবিসি জানায়।
তিনি আরও বলেন, আমাদের প্রস্তুতি নিতে হবে সতর্ক থাকতে হবে তবে আতঙ্কিত হলে চলবে না।
সৌম্য স্বামীনাথান বলেন, অমিক্রনই হতে পারে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ধরন। কারণ, এটি সবচেয়ে সংক্রামক। করোনার এই নতুন ধরনের ক্ষেত্রে টিকা কাজ করবে কি না, সেটি নিয়ে কথা বলার মতো সময় এখনও আসেনি বলেও জানান তিনি।
তিনি বলেন, করোনার অমিক্রন সবচেয়ে প্রভাবশালী ধরন বা সবচেয়ে সংক্রামক হতে হলে ডেল্টা ধরনকে পেছনে ফলতে হবে। বর্তমানে সারা বিশ্বের ৯৯ শতাংশ নতুন রোগী এই ডেল্টা ধরনে আক্রান্ত। তবে গত বছরের চেয়ে আমাদের পরিস্থিতি ভিন্ন।
সৌম্য স্বামীনাথান বলেন, দক্ষিণ আফ্রিকায় অমিক্রন শনাক্ত হওয়ার পর দেশটিতে প্রতিদিনই রোগী দ্বিগুণ হচ্ছে। করোনার নতুন এই ধরনের সংক্রমণ ঠেকাতে বিশ্বের অনেক দেশেই আফ্রিকার দেশেগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন পর্যন্ত বিশ্বের প্রায় ৪০টি দেশে অমিক্রন ধরন শনাক্ত হয়েছে।
কেএফ/