ইমরানকে গ্রেপ্তারের আদেশ স্থগিত লাহোর হাইকোর্টের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের অভিযান স্থগিত করতে দেশটির পুলিশ বাহিনীকে আদেশ দিয়েছেন লাহোর হাইকোর্ট। শুক্রবার (১৭ মার্চ) ইমরানকে গ্রেপ্তারে অভিযান চালানোর কথা ছিল পুলিশের।
হাইকোর্টের এই আদেশটি পুলিশের সঙ্গে ইমরান খানের সমর্থকদের সংঘর্ষের পর আসল। বৃহস্পতিবার (১৬ মার্চ) ইমরানের অন্যতম সহকর্মী ও সাবেক তথ্য এবং সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, লাহোর হাইকোর্ট আরেকটি দিন পুলিশের অভিযান স্থগিতের আদেশ বর্ধিত করেছেন।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আমির মীর আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলমান থাকায় আদালত এই আদেশ দিয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। কারণ লাহোরে আগামী ১৯ মার্চ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ও বুধবার ইমরানের সমর্থকরা লাঠি ও পাথর নিয়ে ইমরানের বাড়ির সামনে মানব ব্যারিকেড দেন। অবৈধভাবে দেশের উপহারগুলো বিক্রির মামলায় পুলিশ যেন ইমরান খানকে গ্রেপ্তার করতে না পারে সেজন্য জড়ো হয়েছিলেন তিনি। তবে দেশটির বিশ্বকাপজয়ী এই অধিনায়ক অভিযোগগুলো অস্বীকার করেছেন।
আদালতের নির্দেশে ইমরানকে গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে মঙ্গলবার। লাহোরে ইমরান খানের বাড়ি ও আশপাশে তার সমর্থকদের সঙ্গে পুলিশের রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটে। ইমরানের সমর্থকরা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়। অন্যদিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে। বুধবার (১৫ মার্চ) লাহোর হাইকোর্ট পুলিশের অভিযানের আদেশ স্থগিত করার পর তাদের সংঘাত প্রশমিত হয়েছে। এ সংঘাতের ফলে অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে থাকা পাকিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে কি না তা নিয়ে রয়েছে শঙ্কা।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ইমরান খান দেশটির প্রধানমন্ত্রী থাকাকালে বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া উপহার তিনি অবৈধভাবে বিক্রি করে দেন এমন অভিযোগে ইসলামাবাদের একটি নিম্ন আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে অভিযোগ অস্বীকার করেন ইমরান। এমনকি আদালতে হাজিরা দিতেও উপস্থিত হননি তিনি।
ওএফএস/