সাইক্লোন ফ্রেডির আঘাতে বিপর্যস্ত মালাবি, নিহত অন্তত ৯৯
সাইক্লোন ফ্রেডির আঘাতে বিপর্যস্ত পূর্ব আফ্রিকার দেশ মালাবি। এক মাসের মধ্যে দ্বিতীয় দফায় দেশটিতে আঘাত হানল ফ্রেডি। এতে এখন পর্যন্ত মালাবির অন্তত ৯৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার চার্লস কালেম্বা এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সোমবার (১৩ মার্চ) মালাবির দক্ষিণাঞ্চলে আঘাত হানে সাইক্লোন ফ্রেডি। এতে দেশটির বাণিজ্যিক রাজধানী ব্লানটায়ার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানেই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।
চার্লস কালেম্বা সোমবার সন্ধ্যায় সিএনএনকে বলেন, প্রায় ৭টি কাউন্সিলে আমরা ৯৯ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছি। এর মধ্যে ব্লানটায়ারে ৮৫ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৪ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
এখনো প্রচুর বৃষ্টি হওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে গেছে উল্লেখ করে কালেম্বা বলেন, ভূমিধস, আকস্মিক বন্যা ও পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ায় আমরা ব্যাপক অসুবিধার সম্মুখীন হচ্ছি। আবহাওয়ার কারণে আমরা অনেক জায়গায় উদ্ধারকাজ চালাতে পারছি না। তবে আমাদের যে কাজটি করা দরকার তা আমরা করছি।
সাইক্লোন ফ্রেডি মালাবির দক্ষিণাঞ্চলে যে তাণ্ডব চালিয়েছে তা নিয়ে দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ ছাড়া দেশটির সরকার দক্ষিণাঞ্চলে ‘দুর্যোগময় অবস্থা’ ঘোষণা করেছে।
এদিকে ফ্রেডির তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০ জেলায় বুধবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে বলে গত রবিবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়।
এসজি