ইমরান খানকে আজ গ্রেপ্তার করা হতে পারে
দলীয় এক নেতাকে গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগের জেরে এক নারী বিচারক ও জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে হুমকি দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।
এ ঘটনায় ইমরান খানের বিরুদ্ধে ইসলামাবাদে মামলা দায়ের করা হয়। কিন্তু ইমরান খান বেশ কয়েকবার আদালতে হাজিরা দেননি। এর জেরে সোমবার (১৩ মার্চ) ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
আদালতের নির্দেশে মঙ্গলবার (১৪ মার্চ) গ্রেপ্তার হতে পারেন ইমরান খান। এদিন সকালে ইসলামাবাদ থেকে পুলিশের একটি বিশেষ দল হেলিকপ্টারে করে লাহোরে এসেছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।
একটি সূত্র জিও নিউজকে জানিয়েছে, এ বিষয়ে ইতোমধ্যে ইসলামাবাদ ও লাহোর পুলিশ কর্মকর্তারা বৈঠক করেছেন। বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, লাহোর পুলিশ ইসলামাবাদ পুলিশকে সহায়তা করতে প্রস্তুত। তারা তাদের সব ধরনের সহায়তা দেবে। ইসলামাবাদের পুলিশ সদস্যরা যেন কোনো রকম বাধা ছাড়াই ইমরানের বাসভবন জামান পার্কে যেতে পারেন সেটাও নিশ্চিত করতে তারা।
তবে জামান পার্কে যাওয়ার আগে ইমরান খানের নিরাপত্তা কর্মীদের সঙ্গে ইসলামাবাদ পুলিশ কথা বলবেন বলেও জানিয়েছে সূত্রটি।
এদিকে তোশাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছেন আদালত। কিন্তু এরপরেও তিনি আদালতে উপস্থিত হননি। এরই প্রেক্ষিতে গত ৫ মার্চ ইমরান খানকে গ্রেপ্তারের জন্য লাহোর যায় পুলিশ। কিন্তু তাকে গ্রেপ্তারে ব্যর্থ হন তারা। তাকে গ্রেপ্তার না করেই ফিরতে হয় তাদের।
এসজি