ইতালিতে নৌকা ডুবে ৫৯ অভিবাসীর মৃত্যু
ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকা ডুবে অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১২ জন শিশু রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া বেশ কিছু সংখ্যক লোক নিখোঁজ রয়েছেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, উত্তাল সাগর থেকে ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনের কাছে তীরে ভেড়ানোর সময় নৌকাটি ভেঙে পড়ে। নৌকাটিতে ১৫০ জনের মতো অভিবাসী ছিল। তবে উদ্ধারকর্মীরা এএফপি নিউজ এজেন্সিকে জানান, নৌকাটিতে কতজন অভিবাসী ছিলেন তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে ২০০ জনের বেশি থাকতেও পারে। অর্থাৎ নৌকাটির সক্ষমতার বাইরে আরও ৬০ জনের মতো লোক ছিল। এটি কয়েকদিন আগে আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া ও ইরানের নাগরিকদের নিয়ে তুরস্ক থেকে রওনা দিয়েছিল।
ইতালির প্রেসিডেন্ট জানান, উদ্ধার করা অভিবাসীদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত ৩০ জন নিখোঁজ রয়েছেন।
ইতালির আনসা নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে কয়েক মাস বয়সী এক শিশুও রয়েছে। মরদেহগুলো সমুদ্র তীরের কাছে একটি রিসোর্টে পড়ে ছিল।
কোস্ট গার্ড জানায়, ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকা ডুবির পর তারা তীরে উঠতে সক্ষম হয়েছিল। রেড ক্রিসেন্টের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
ক্রুটো শহরের মেয়র অ্যান্তোনিও সিরাসো রাই নিউজকে বলেন, এর আগেও অভিবাসীরা এসেছে তবে এত বড় দুর্ঘটনা ঘটেনি।
কাস্টমস পুলিশ জানায়, উদ্ধার করা লোকদের মধ্যে অভিবাসীদের পাচারের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি গভীর শোক প্রকাশ করেছেন এবং এত লোকজনের মৃত্যুর জন্য পাচারকারীদের দায়ী করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, নিরাপদ যাত্রার মিথ্যা আশ্বাস দিয়ে টাকার বিনিময়ে পুরুষ, নারী ও শিশুদের পাচার করা অমানবিক। সরকার পাচার রোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের সঙ্গে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনাগুলো প্রকাশ করবে।
এসএন