দিল্লির নতুন মেয়র আম আদমির শেলি ওবেরয়
ভারতের রাজধানী দিল্লির মেয়র নির্বাচিত হয়েছেন আম আদমি পার্টির শেলি ওবেরয়। ৩৯ বছর বয়সী এই নারী রাজনীতিবিদ ‘দ্য মিউনিসিপ্যাল করপোরেশন অব দিল্লি (এমসিডি)’র নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগের তিনটি সেশনের নির্বাচন আম আদমি ও বিজেপি একে, অন্যকে দোষারোপ ও বিশৃঙ্খলার কারণে অনুষ্ঠিত হতে পারেনি। শেলি ওবেরয় চতুর্থ সেশনে নির্বাচনের পর দিল্লির মেয়র হলেন।
দিল্লিতে মেয়র পদে নির্বাচন এই বছরের ৬ জানুয়ারি, ২৪ জানুয়ারি ও সর্বশেষ ৬ ফেব্রুয়ারি আহ্বান করা হয়েছিল। তবে তিনবারই বিশৃঙ্খলা, নৈরাজ্য ও বিভ্রান্তির সৃষ্টি করা হয়েছে। তবে নির্বাচন হতে পারেনি তখনকার প্রিজাইডিং অফিসার সত্য শর্মার সিদ্ধান্তগুলোর কারণে। তিনি নির্বাচিত কাউন্সিলরদের ভোটাধিকার প্রয়োগের অধিকার প্রদানের সিদ্ধান্তে অটল ছিলেন।
শেলি ওবেরয় ১৫০টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীও নারী। তিনি বিজেপির রেখা গুপ্তা। তিনি মোট ১১৬টি ভোট পেয়েছেন।
শেলি ওবেরয় সময়কালের মধ্যে নির্বাচনের জন্য হাইকোর্টেও গিয়েছেন। শুক্রবার ভারতের উচ্চ আদালতের নির্দেশের পর ভোটানুষ্ঠান হলো। এরপর মেয়র, ডেপুটি মেয়র ও স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা দিল্লিতে তাকে নির্বাচিত করেছেন।
দিল্লির ওয়ার্ডগুলোর নিবাচনে ডিসেম্বরে আম আদমি পার্টি বিজেপিকে হারিয়েছে। তারা ২৫০টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টিতে জয়লাভ করেছেন। বিজেপি মোট ১০৪টি ওয়ার্ডে জিতেছে। কংগ্রেস মোটে ৯টিতে জিতেছে। দিল্লির বিধানসভার স্পিকার তার ১৪ জন প্রতিনিধিও নির্বাচিত করেন। মেয়র কার্যালয়ে তার মোট ২৫০ জন কাউন্সিলরও থাকেন। দিল্লির লোকসভার ৭ জন এবং রাজ্যসভার তিনজন মিলিয়ে দিল্লী বিধানসভা ও মেয়র কার্যালয় পরিচালিত হয়।
দিল্লিতে বিজেপির ৭ জন লোকসভা সদস্য ও তিনজন আম আদমি পার্টির রাজ্যসভা সদস্য রয়েছেন।
২০২২ সালে ২৩ ডিসেম্বর দিল্লি বিধানসভার স্পিকার রাম নিওয়াশ গয়াল তার ১৪ জন দিল্লি পৌরসভা কার্যালয়ের প্রতিনিধি নির্বাচিত করেন। তাদের মধ্যে ১৩ জন আম আদমি পার্টি ও একজন বিজেপির।
ওএফএস/