সাইপ্রাসের নতুন প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলাইটস
সাইপ্রাসের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নিকোস ক্রিস্টোডুলাইটস দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রবিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ৫১ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে তিনি জয়লাভ করেছেন। তার বিরোধী বিখ্যাত কূটনীতিবিদ অ্যান্ড্রেয়াস ম্যাভিয়ানেস ৪৮ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে হেরে গেছেন।
নির্বাচনের আগেই ৪৯ বছর বয়সী ক্রিস্টোডুলাইটস নানা উপজাতিতে বিভক্ত সাইপ্রাসের নাগরিকদের মধ্যে ঐক্য গড়ার প্রচার চালান। তিনি তাদের মধ্যে আদর্শগত ও দলগত বিভক্তি পরিহারের প্রতীক হয়েছেন। তার বার্তাগুলো একটি বিপুল অংশের ভোটার টেনেছে।
বিজয় র্যালিতে সমর্থকদের তিনি বলেছেন, ‘আমি আপনাদের সবাইকে আমার চোখ দিয়ে দেখছি ও আন্তরিকতার সঙ্গে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের বিশ্বাসকে সম্পদে পূর্ণ করতে আমার পক্ষে সম্ভব সবই আমি করব।’
ক্রিস্টোডুলাইটস নির্বাচিত হওয়ার পরপরই নজর দিয়েছেন ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার দিকে। তার্কিশ সিপ্রিয়েট নামের বিচ্ছিন্নতাবাদী সাইপ্রাসের দ্বীপগুলোর নাগরিকরা ভূমিকম্পে নিহত হয়েছেন। তাদের মধ্যে একটি ভলিবল দলের সদস্যরা আছেন। ভূমিকম্পে ৩৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এ সংখ্যাটা আরও বাড়তে পারে।
সাইপ্রাসের নতুন রাষ্ট্রপতি বলেছেন, ‘আমি তাদের পাশে থাকার নিশ্চয়তা দিতে চাই।’ এর আগে তিনি জাতিসংঘে সাইপ্রাসের প্রতিনিধি ছিলেন। নির্বাচনকালীন সময়ে নিজেকে ‘পরিবতর্নের একজন প্রতিনিধি’ হিসেবে তুলে ধরেছেন।
কোনো দলের মাধ্যমে নয়, একটি স্বাধীন প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করেছেন ক্রিস্টোডুলাইটস। সাইপ্রাসের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল কমিউনিস্টদের একেইএল (প্রগ্রেসিভ পার্টি অব ওয়ার্কিং পিপল) তাকে অ্যানেসটেসিয়াডিসকে সরাতে সমর্থন করেছে। তবে তাকে দ্য ডেমোক্রেটিক র্যালির সদস্যরা সমর্থন করেছেন। এই দলেরই দীর্ঘদিনের সদস্য ছিলেন তিনি।
ক্রিস্টোডুলাইটসের প্রতিদ্বন্দ্বী ৬৬ বছর বয়সী ম্যাভিয়ানেস অ্যানেসটেসিয়াডিসের প্রধান আলোচক হিসেবে তার্কিশ সিপ্রিয়েটদের সঙ্গে আলোচনা করেছেন। তিনি রাজনীতিতে সক্রিয় থাকবেন বলে জানিয়েছেন।
নতুন প্রেসিডেন্টকে দেশের ভঙ্গুর অর্থনীতিতে চাঙা করতে হবে এবং পশ্চিমপন্থী গতিপথকে ধরে রাখতে হবে।
ওএফএস/