পাকিস্তানে বাস ও প্রাইভেটাকারের সংঘর্ষে নিহত ৩০
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে কোহিস্তান জেলার গিলজিত বাস্টিস্তানের কারাকোরাম মহসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, যাত্রবিাহী বাসটি গিলজিত থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। আর প্রাইভেটকারটি শিটিয়াল এলাকা থেকে আসছিল। কারাকোরাম মহসড়কে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও কার একটি গভীর গিরিখাতে পড়ে যায়। এতে ৩০ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন আহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। হতাহতদের উদ্ধার করে আরএইচসি হাসপাতালে পাঠায়। উদ্ধারকর্মীরা জানান, অন্ধকারের জন্য উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।
এত প্রাণহানির ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও গভীর শোক প্রকাশ করে নিহতদের বেহেস্ত দান করতে দোয়া করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে আহতদের প্রত্যেককে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী খালিদ খুরশেদ শোক প্রকাশ করে প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রতি হতাহতদের উদ্ধার এবং চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে সঠিক সমন্বয় ও পর্যবেক্ষণ করতে বিশেষায়িত নিয়ন্ত্রণকক্ষ স্থাপনের নির্দেশ দিয়েছেন।
এসএন