ভারতে বহুতল ভবনে আগুনে ১৪ জনের মৃত্যু
ভারতের ঝাড়খণ্ডের ধানবাদের একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত বেশ কিছু মানুষ। এ ছাড়া দগ্ধ অবস্থায় ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ওই ভবনে আগুন লাগে।
ঝাড়খণ্ডের মুখ্য সচিব সুখদেব সিংয়ের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়ছে, কী কারণে আগুন লেগেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
বার্তাসংস্থা পিটিআইয়ের প্রতিবেদেনে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ১০ জন নারী ও তিন শিশু রয়েছে।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘ধনবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি বেদনার্ত। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সেরে উঠবেন এ প্রত্যাশা করি।’
মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন বলেন, ধানবাদে আগুনে এত লোকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ব্যাপার। জেলা প্রশসন জরুরিভিত্তিতে কাজ করছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে শোকাহত।
এনডিটিভি জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর আশির্বাদ টাওয়ার নামে একটি ভবনে আগুন লাগে। এটি জোড়াফটক এলাকার একটি ১৩ তলা ভবন। রাজধানী রাঁচি থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত এ এলাকাটি বেশ জনবহুল।’
আগুনের সূতপাত হওয়ার পর দমকল বাহিনীর অন্তত ৪০টি দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বলে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।
ধানবাদের উপকমিশনার সন্দীপ কুমার জানিয়েছেন, ভবনের ভেতর থেকে ৮-১০ জনকে উদ্ধার হয়। তারা মারাত্মক দগ্ধ হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার অভিযানও শেষ হয়েছে। তবে হতাহতদের সংখ্যার বিষয়ে আমরা পুরোপুরি নিশ্চিত নই। এটি পুলিশ ও দমকল বাহিনী নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল আটকে পড়া লোকজনকে বের করে নিয়ে আসা। কেউ যেন পড়ে না থাকে সেটি নিশ্চিত করতে এখন কাজ করছি আমরা।’
উদ্ধার অভিযানের দায়িত্বে থাকা পুলিশের সিনিয়র কর্মকর্তা মিস্টার সিং জানান, কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন সেখানে পূজার কাজ চলছিল। তবে এখনো আমরা এখনো নিশ্চিত নই। তদন্ত করে দেখতে হবে।
এসএন