পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৮৭
পাকিস্তানের পেশোয়ার প্রদেশে পুলিশ সদস্যদের লক্ষ্য করে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ জনে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের আপডেট প্রতিবেদনে মৃত্যুর এ সংখ্যা উল্লেখ করে।
এর আগে সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে ভয়াবহ এ বিস্ফোরণ ঘটনো হয়। সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ এ হামলায় দেশটির প্রধানমন্ত্রী এবং অন্যান্য নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন।
উচ্চ-নিরাপত্তা বেষ্টিত পুলিশ সদর দফতর এলাকার ওই মসজিদে হামলাকারী কীভাবে প্রবেশ করেছে তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পুলিশ
এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, যারা পাকিস্তানকে রক্ষা করার দায়িত্ব পালন করে তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা ভয় তৈরি করতে চায়।
মঙ্গলবারও উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে চাপা পড়াদের উদ্ধারের জন্য কাজ করছে বলে বিবিসিকে জানিয়েছে একজন মুখপাত্র। তিনি বিবিসি উর্দুকে বলেছেন অপারেশন আরও তিন ঘণ্টা চলবে।
মোহাম্মদ বিলাল ফয়েজী নামের ওই মুখপাত্র বলেন, আজ আরও ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং কিছু মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হাসপাতালের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন ১০০ জনেরও বেশি আহত রয়েছেন।
দেশটির পুলিশ বলছে, সোমবার দুপুর ১টার দিকে মসজিদের সেন্ট্রাল হলে বিস্ফোরণটি ঘটে। মুসল্লিরা জোহরের নামাজ আদায় করছিলেন এ সময়।
নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, আত্মঘাতী হামলাকারী জোহরের নামাজের সময় সামনের সারিতে ছিলেন। পুলিশ আরও জানায়, মসজিদের ইমাম সাহেবজাদা নূর উল আমিনও বিস্ফোরণে মারা গেছেন।
এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান (টিটিপি)।
আরএ/