পশ্চিমবঙ্গের ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে ৯
ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ জনে। এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ময়নাগুড়িতে ৩১ জনের চিকিৎসা চলছে, চারজনকে ভর্তি করা হয়েছে, ২৭ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশ্য়ালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। তিনজনকে মৃত অবস্থায় ময়নাগুড়ি হাসপাতালে এবং পাঁচজনকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ৩৩ জন আহত যাত্রীকে জলপাইগুড়িতে ভর্তি করা হয়েছে। জলপাইগুড়ি থেকে ৬৫ টি অ্যাম্বুলেন্স এবং কোচবিহার থেকে ১০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। পাঁচজন ব্লক স্বাস্থ্য কর্মকর্তা, দুইজন ডেপুটি মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা, জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা দুর্ঘটনাস্থলে গিয়েছেন। রক্ত ও অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে জলপাইগুড়ি হাসপাতালে। জরুরি পরিস্থিতির জন্য সার্জন, অ্যানাস্থেটিস্ট এবং অর্থোপেডিক সার্জনের টিমও গঠন করা হয়েছে।
ফালাকাটা সুপারস্পেশ্যালিটি হাসপাতাল থেকে আটটি অ্যাম্বুলেন্স এবং চারটি অ্যাম্বুলেন্স আলিপুরদুয়ারের বীরপারা থেকে, আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে আরও পাঁচটি অ্যাম্বুলেন্স এবং মানবিক মুখ এনজিও এর তরফে তিনটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রতিটি হাসপাতালই দুর্ঘটনাস্থল থেকে আসা আহতদের চিকিৎসার জন্য প্রস্তুত রয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) জলপাইগুড়ির দোমোহনি এলাকায় স্থানীয় সময় বিকাল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
বিকানের এক্সপ্রেস হঠাৎ এমনভাবে ব্রেক কষে যে একটি বগির সঙ্গে অন্য বগির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় একটি বগির উপর একটি বগি উঠে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনটির ইঞ্জিনের পর থেকে ১২টি বগি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ৭টি বগির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ছাড়ার সময় ট্রেনটিতে প্রায় ৭০০ যাত্রী ছিলেন। পরে আরও বিভিন্ন স্টেশন থেকে যাত্রীরা নামা-ওঠা করেন।
কী কারণে ব্রেক কষতে হলো তা এখনও জানা যায়নি। তবে সিগন্যাল ব্যবস্থা ঠিক ছিল বলেই প্রাথমিক তদন্তে জানা গেছে। রেলের কর্মকর্তাদের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, লাইনে ফাটল থেকেই দুর্ঘটনা ঘটতে পারে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ কর্মকর্তা নীলাঞ্জন দেব বলেন, ‘বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। আলিপুরদুয়ার ডিভিশনের নিউ ময়নাগুড়ি এবং নিউ দোমোহনি সেকশনে এই ঘটনা ঘটেছে।’
এদিকে রেল মন্ত্রণালয় হতে জানানো হয়, দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা করে এককালীন ক্ষতিপূরণ দেবে রেল। এ ছাড়া গুরুতর আহতদের ১ লাখ টাকা ও সামান্য আহতদের ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
এসএ/