ইন্দোনেশিয়ায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৬। এ ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়। পরে অবশ্য সেই সতর্কতা তুলে নেওয়া হয়।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে মঙ্গলবার ইন্দোনেশিয়ার তানিম্বার অঞ্চলে ৭.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ৯৭ কিলোমিটার (৬০.২৭ মাইল) গভীরে এই ভূমিকম্প হয়।
দেশটিতে শক্তিশালী ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর প্রায় তিন ঘণ্টার জন্য সুনামির সতর্কতা জারি রাখা হয়। কিন্তু এই সময় সমুদ্রপৃষ্ঠের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন রেকর্ড করা হয়নি এবং আর তাই পরে সেই সতর্কতা তুলে নেওয়া হয়েছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রাথমিক রিপোর্টে কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের পর কিছু ভবনে হালকা থেকে মাঝারি ক্ষতি হয়েছে।
ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি জানিয়েছে, স্থানীয়ভাবে ৭.৫ মাত্রার বলে পরিমাপ করা এই ভূমিকম্পটি স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাত ২টা ৪৭ মিনিটে ভূপৃষ্ঠের ১৩০ কিলোমিটার (৮০.৭৮ মাইল) গভীরতায় আঘাত হানে। পরে ভোর ৫টা ৪৩ মিনিটে সুনামির সতর্কতা তুলে নেওয়া হয়।
এদিকে ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের মাত্রা ৭.৬ হিসাবে রেকর্ড করলেও প্রাথমিকভাবে সংস্থাটি রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭.৭ বলে জানিয়েছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপও এই ভূমিকম্পটিকে ৭.৬ মাত্রার বলে জানিয়েছে।
এশিয়ার বৃহত্তম দ্বীপদেশ ইন্দোনেশিয়ার জন্যসংখ্যা সাড়ে ২৭ কোটির বেশি। ভূতাত্ত্বিক অবস্থার কারণে নিয়মিতই দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভূমিকম্প, অগ্নুৎপাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে থাকে।
আরএ/