কিলাইউইয়া আগ্নেয়গিরিতে ফের বিস্ফোরণ
বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হাওয়াইয়ের কিলাইউইয়ার কেন্দ্র থেকে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) আবার বিস্ফোরন শুরু হয়েছে।
ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, একমাসেরও কম সময়ের মধ্যে সক্রিয় আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হলো। কিলাইউইয়া আগ্নেগিরির সবচেয়ে কাছের আগ্নেগিরি মাউনা লোয়া লাভা নির্গত করা বন্ধ করেছে।
এর আগে দি হাওয়াইয়ান ভলকানো অবজারভেটরি তাদের ওয়েবক্যামের মাধ্যমে শিখাহীন একটি উজ্জ্বল আলোর মাধ্যমে নির্দিষ্টভাবে জানিয়েছে, কিলাইউইয়া আবার অগ্ন্যুপাতের শুরু করেছে তার ক্যালডেরা নামের চূড়াটির পাশের হালেমাউমাউ নামের কেন্দ্র দিয়ে।
কিলাইউইয়া হাওয়াই ভলকানো ন্যাশনাল পার্কে অবস্থিত। এছাড়াও আগ্নেগিরিটি আবাসিক এলাকাগুলো থেকে দূরে।
বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির একটি হলো এই পর্বতটি। ১৬ মাস আগে, ২০২১ সালের সেপ্টেম্বরেও অগ্নুৎপাত শুরু হয়েছিল এ আগ্নেয়গিরিতে। আবার ২৭ নভেম্বর দুই সপ্তাহের জন্য অগ্ন্যুৎপাত করেছে।
এর মধ্যে মাউনা লোয়া ৩৮ বছরের মধ্যে প্রথম বিস্ফোরিত হয়েছে। ফলে হাওয়াইতে দুটি পাশাপাশি আগ্নেগিরি লাভা নির্গত করেছে পর পর। তারা প্রায় একই সময়ে নির্গমন বন্ধ করেছে।
বৃহস্পতিবার সকালে কিলাইউইয়া আবার অগ্ন্যুৎপাত শুরু করতে পারে বলে জানিয়েছিল ইউএস জিওলজিক্যাল সার্ভে।
ওএফএস/এএস