নববর্ষের ছুটিতে বিমান ও রেল যাতায়াত বেড়েছে করোনায় স্থবির জাপানে
করোনা ভাইরাসের আক্রমণের পর নতুন বছরের ছুটির দিনগুলো কাটানোর মাধ্যমে এই প্রথম জাপানে সবচেয়ে বেশি মানুষ ট্রেন ও বিমানে ভ্রমণ করছেন।
জাপান এয়ারওয়েজ ও অল নিপ্পন এয়ারওয়েজ জানিয়েছে, ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারির মধ্যে আগের বছরের এই সময়ের তুলনায় বিমানযাত্রীর সংখ্যা ২০ ভাগ বেড়েছে। তবে এই উর্ধ্বগতিও মহামারি রোগের সময়ে বিমান যাতায়াতের প্রায় সমান হয়েছে।
ছুটি কাটানোর জন্য সবচেয়ে প্রিয় স্থান হিসেবে প্রমাণিত হয়েছে হাওয়াই। অবিশ্বাস্য আকারে তাদের হাওয়াইতে গমন বেড়েছে। গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি মানুষ অবকাশযাপনের জন্য এখন হাওয়াইতে যাচ্ছেন। বর্তমানে ৪৮ দশমিক ১ শতাংশ জাপানি সেখানে যাচ্ছেন। ২০১৯ সালে তাদের সর্বোচ্চ ৫৬ দশমিক ৯ শতাংশ ভ্রমণকারী সেখানে বেড়াতে ও ছুটি কাটাতে গিয়েছেন।
এবারের নতুন বছরের ছুটির দিনগুলোতে অল নিপ্পন এয়ারওয়েজ নামের জাপানের বিমান সংস্থাটি ১৫ লাখ ৯০ হাজার যাত্রী পরিবহন করেছে। ফলে আগের বছরের নববর্ষের চেয়ে তাদের ১৭ দশোমিক ৩ শতাংশ যাত্রী বেড়েছে। এই সময়কালে জাপান এয়ালাইন্স ৯ লাখ ৩৮ হাজার যাত্রী পরিবহন করেছে। আগের বছরের চেয়ে তাদেরও যাত্রী বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ।
জাপান রেললাইনের ছয়টি কোম্পানি ৬ জানুয়ারি জানিয়েছে, ৪৬টি শিংকানসেন বুলেট ট্রেন নামের দেশের সবচেয়ে দ্রুতগামী ও আরামদায়ক ট্রেনগুলো এবং লোকাল ট্রেনগুলোর মাধ্যমে তারা ২৮ ডিসেম্বর থেকে এ বছরের ৫ জানুয়ারি পর্যন্ত মোট ৯০ লাখ ৮৩ হাজার ৪শ জন যাত্রীকে পরিবহন করেছে। ফলে গত বছরের এই সময়ের মধ্যে রেলে যাত্রী পরিবহন ১০ শতাংশ বেড়েছে। তবে মহামারি রোগের আগে ২০১৮ সালের এই কটি দিনের মধ্যে এই ট্রেনগুলোতে ৮৪ শতাংশ যাত্রী পরিবহন করা হয়েছে।
ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি রিপোর্ট করেছে, তাদের নারিতা এক্সপ্রেস সার্ভিস ব্যাপকভাবে ব্যবহার ১৮ শতাংশ বেড়েছে।
ওএফএস/এএস