শনিবার ভারতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'জাওয়াদ'
শনিবার ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে 'জাওয়াদ' নামে একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি সুস্পষ্ট ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
আজ শুক্রবার সকালে এটি বঙ্গোপসাগরের সংলগ্ন দক্ষিণপশ্চিমে গভীর নিম্নচাপে পরিণত হয়। পরবর্তী ১২ ঘণ্টায় এটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শনিবার উপকূলে পৌঁছানোর সময় তীব্র ঝড়ের গতিবেগ নিয়ে আসতে পারে ঘূর্ণিঝড়টি।
দক্ষিণ-পূর্ব আরব সাগরের লাক্ষাদ্বীপের কাছে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি এখন মধ্যপ্রাচ্য আরব সাগরের দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের সাথে যুক্ত একটি নিম্নচাপ মধ্যপ্রাচ্য থেকে আরব সাগর হয়ে কচ্ছ (গুজরাট) পর্যন্ত বিস্তৃতি ঘটেছে।
ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাজ্যগুলোর প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফের আড়াইশ'র বেশি সদস্য, রাজ্য দমকল বাহিনী, দুর্যোগ মোকাবিলা সংস্থার সদস্যদের মাঠে নামিয়েছে ওড়িশা। ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো থেকে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। এছাড়াও সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
জাওয়াদ মোকাবলায় সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করতে বৃহস্পতিবার রাজ্যগুলোর প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কেএফ/