রিপাবলিকান ম্যাকার্থি মার্কিন হাউসের স্পিকার নির্বাচিত
রিপাবলিকান কংগ্রেসম্যান কেভিন ম্যাকার্থি হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার নির্বাচিত হয়েছেন।
শনিবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
স্থানীয় সময় শুক্রবার ১৫ বারের মতো ভোটাভুটির পর নির্বাচিত হন ম্যাকার্থি। তিনি ভোট পান ২১৬। ডেমোক্র্যাটদের হেকিম জেফরিস পেয়েছেন ২১২ ভোট।
প্রথম রাউন্ডে স্পিকার নির্বাচিত না হওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে গত দেড়শ বছরেও ঘটেনি। এর আগে
১৮৬০ সালে ৪৪ বার ভোটাভুটির পর স্পিকার নির্বাচন সম্পন্ন হয়েছিল।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের ডেমোক্র্যাটিক দলীয় স্পিকার ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হবেন রিপাবলিকান কেভিন ম্যাকার্থি।
বিজয়ের পর কেভিন ম্যাকার্থি বলেন, আমার বাবা সবসময় আমাকে বলতেন যে আপনি কীভাবে শুরু করেছিলেন তা নয়, আপনি কীভাবে শেষ করেছেন সেটেই বিষয়। তিনি বলেন, এখন আমেরিকান জনগণকে শক্তিশালী করতে হবে।
পরাজিত ডেমোক্র্যাটিক নেতা হেকিম জেফরিসের উদ্দেশে ম্যাকার্থি বলেন, আমাদের রাজনৈতিক পার্থক্য ভিন্ন হতে পারে কিন্তু কখনোই ব্যক্তিগতভাবে বিভেদ হবে না।
এদিকে নতুন স্পিকারকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমেরিকান জনগণ আশা করে যে তাদের নেতারা এমনভাবে শাসন করবে, যা তাদের চাহিদাকে অন্য সব কিছুর উপরে রাখে এবং এটিই আমাদের এখন করা দরকার।’
আরএ/