তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ৭
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় আইদিন প্রদেশের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত সাত জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন জন শিশুও রয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ বলছে, রেস্তোরাঁটি ছিল মূলত একটি কাবাবের দোকান।
রেস্তোরাঁটিতে আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন। তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবি ছড়িয়ে পড়েছে।
আইদিন প্রদেশের গভর্নর হুসেইন আকসোয়ে সাংবাদিকদের বলেন, ‘রেস্তোরাঁর কয়েকজন কর্মী জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যার দিকে রেস্তোরাঁর গ্যাসের টিউব থেকে তারা একপ্রকার গন্ধ পাচ্ছিলেন এবং তার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে। এ কারণে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, গ্যাসের টিউবে লিকেজের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।’
প্রাদেশিক প্রশাসন ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে বলেও ব্রিফিংয়ে জানান তিনি।
সিনহুয়া বার্তা সংস্থা জানিয়েছে, বিচার বিষয়ক মন্ত্রী বেকির বোজদাগ বলেছেন, বিস্ফোরণের বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।
ডেমিরোরেন নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, বিস্ফোরণে প্রাণ হারানো চারজন নারী ও তিনজন শিশু।
আরএ/