সিকিমে জিপ খাদে পড়ে নিহত ১৬ ভারতীয় সেনা
ভারতের রাজ্যে সিকিমে ভারতীয় সেনাবাহিনীর একটি জিপ খাদে পড়ে নিহত হয়েছেন তিন কর্মকর্তাসহ ১৬ জন সেনাসদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে সিকিমের উত্তরাঞ্চলীয় এলাকা জেমায় এ দুর্ঘটনা ঘটেছে। ভারতের সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে তিনজন কমিশনপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। অন্য ১৩ জন ছিলেন ননকমিশন্ড সেনাসদস্য।
সেনাবাহিনী জানায়, শুক্রবার সেনাবাহিনীর তিনটি জিপের একটি বহর সিকিমের ছাত্তেন থেকে থাঙ্গু জেলার দিকে যাচ্ছিল। যাত্রাপথে জেমা এলাকার পাহাড়ি সড়ক দিয়ে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় খাদে পড়ে যায় একটি গাড়ি। হতাহত সেনা সদস্যরা সেই গাড়িতেই অবস্থান করছিলেন।
খুবই দ্রুত বহরের অন্য গাড়ির সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে হেলিকপ্টারে গ্যাংটকের সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে গ্যাংটকের এসটিএনএম হাসপাতালে।
ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিরোধী নেতা রাহুল গান্ধী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
এক টুইটবার্তায় দ্রৌপদী মুর্মু বলেন, ‘সিকিমে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যদের নিহতের সংবাদে আমি মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।‘
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটবার্তায় বলেন, ‘সিকিমে সড়ক দুর্ঘটনায় আমাদের সাহসী সেনাসদস্যদের প্রাণহানিতে আমি অত্যন্ত ব্যথিত। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।’
রাহুল গান্ধীও এ দুর্ঘটনা নিয়ে একটি টুইট করেছেন। তিনি টুটই বার্তায় বলেন, ‘সিকিমে ১৬ সেনাসদস্যের প্রাণহানিতে আমি বাকরুদ্ধ। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
এসএন