নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের ২৪ ঘণ্টার ধর্মঘট
দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকার সদর দপ্তরের কয়েকশ সাংবাদিক ও অন্যান্য কর্মীরা গতকাল বুধবার থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন।
বিশ্বের একমাত্র পত্রিকা হিসেবে ১৩২টি পুলিৎজার পুরস্কার জয় করা ১৭১ বছর বয়সী খবরের কাগজটির গত ৪০ বছরের ইতিহাসে এই প্রথম ধর্মঘট কর শুরু হলো।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত নিউইয়র্ক টাইমসের প্রধান কার্যালয়ের নিউজরুমের কর্মকর্তারা এবং নিউজ গাইডের সদস্যরা জানিয়েছেন যে, ২০২১ সালের মার্চে শেষ হওয়া তাদের চুক্তি নবায়নের বিষয়ে আলাপ করতে, করতে তারা ত্যাক্ত ও বিরক্ত।
তাদের ইউনিয়ন গত সপ্তাহে ঘোষণা করেছিল যে, যদি তারা দুই পক্ষ চুক্তিবদ্ধ হতে না পারে তাহলে এই প্রতিষ্ঠানের ১১শর বেশি চাকরিজীবী বুধবার রাত ১২টা এক মিনিট মানে বৃহস্পতিবার শুরুর ক্ষণ থেকে কর্মবিরতি শুরু করতে পারেন।
আজ সকালে দ্য নিউজ গাইড সেকশন টুইট করেছে, ‘কর্মীরা এখন আনুষ্ঠানিকভাবে কর্মবিরতিতে রয়েছেন।
কোম্পানিটির চার দশকের মধ্যে এক বিপুল কর্মকর্তা এমন কাজে নামলেন। এ কাজ করা কখনো একটি সহজ সিদ্ধান্ত ছিল না যে কাজটি করতে আপনি ভালোবাসেন। তবে আমাদের সদস্যরা স্বেচ্ছায় কাজটি করছেন। কেননা তারা সবার জন্য একটি ভালো নিউজরুমের যুদ্ধে জয়ী হতে চান।’
গতকালের কিছুক্ষণ এবং আজকে আলোচনা চলছে দুই পক্ষের মধ্যে। তবে তারা দুই পক্ষই তাদের ইস্যুগুলোর চেয়ে অনেক দূরে আছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ওয়েজবোর্ড বাড়ানো এবং দুর্গম এলাকায় কাজের নীতি ও প্রাপ্তি।
গতকাল বুধবার বিকালে ইউনিয়ন টুইটারের মাধ্যমে জানিয়েছে, ‘কোনো চুক্তিতে আসা সম্ভব হয়নি।’
তারা আরও লিখেছেন, ‘একটি ন্যায্য চুক্তির হবার সঙ্গে, সঙ্গে আমরা আমাদের কাজ শুরু করতে প্রস্তুত। তবে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আলোচনার পাঁচ ঘণ্টা যেতে না যেতেই টেবিল থেকে উঠে হেঁটে চলে গিয়েছেন।’
ওএফএস/