‘দেশের জন্য কাজ করতে পারা ঋণ পরিশোধের সুযোগ’
কনজারভেটিভ পার্টির সমর্থন নিয়ে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ঋষি সুনাক। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজপ্রাসাদ জানিয়েছে, রাজা তৃতীয় চার্লস ঋষি সুনাককে ব্রিটেনের প্রধানমন্ত্রী নিযুক্ত করেছেন।
ঋষি সুনাক যার বয়স মাত্র ৪২ বছর। বরিস জনসন তার প্রত্যাবর্তনের বিড প্রত্যাহার করার পরে এবং পেনি মর্ডান্ট যথেষ্ট সমর্থন না পেয়ে রক্ষণশীলদের নেতা হয়েছিলেন।
নতুন নেতা হিসেবে জনগণের উদ্দেশে দেওয়া প্রথম বক্তব্যে সুনাক বলেন, ‘আমি যে দলকে ভালোবাসি, সে দলের জন্য ও দেশের জন্য কাজ করতে পারা আমার ঋণ
পরিশোধের সুযোগ।’
সুনাক বলেন, ‘এই মুহূর্তে আমাদের দেশ এক গভীর অর্থনৈতিক সংকটের সম্মুখীন। কোভিড-এর পরিণতি এখনো স্থির। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানির বাজার এবং সরবরাহ চেইনকে অস্থিতিশীল করেছে।’
সুনাক তার ভাষণে বলেন, ‘আমি আমার পূর্বসূরি লিজ ট্রাসকে শ্রদ্ধা জানাতে চাই। তিনি ভুল করেননি, এদেশে উন্নতি করতে চান। এটি একটি মহৎ লক্ষ্য। আমি পরিবর্তন করার জন্য তার অস্থিরতার প্রশংসা করেছি। কিন্তু কিছু ভুল হয়েছে। অসুস্থ ইচ্ছা বা খারাপ উদ্দেশে থেকে জন্মগ্রহণ করেননি।’
উল্লেখ্য, সোমবার (২৪ অক্টোবর) দেশটির সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন।এর ফলে এই প্রথম ব্রিটেনে একজন ব্রিটিশ এশিয়ান রাজনীতিক প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পান।
এমএমএ/