সরে দাঁড়ালেন বরিস, প্রধানমন্ত্রী হওয়ার পথে সুনাক
ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। এতে সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেড়ে গেল।
রবিবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় রাতে এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান বরিস জনসন।
বিবৃতিতে বরিস বলেন, পার্লামেন্টের আইনপ্রণেতারা তাকে সমর্থন করা শর্তেও তিনি সরে দাঁড়ালেন। আপাতত প্রধানমন্ত্রীর হওয়ার দৌড়ে থাকা ঠিক হবে না বলে তিনি জানান।
তিনি উল্লেখ করেন, পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতারা একতাবদ্ধ না হলে কার্যকরভাবে সরকার পরিচালনা করা সম্ভব নয়।
বরিস জানিয়েছেন, পার্লামেন্টে ১০২ জন আইনপ্রণেতা তাকে সমর্থন করছিলেন। তবে বিবিসি বলছে, বরিসকে প্রকাশ্যে সমর্থন করেছেন এমন আইনপ্রণেতার সংখ্যা ৫৭ জন।
২০২৪ সালের সাধারণ নির্বাচনকে ইঙ্গিত করে বরিস বলেন, ‘আমি বিশ্বাস করি, আগামী ২০২৪ সালের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে বিজয় এনে দিতে পারব।’
এদিকে সুনাক ১৫০ জনের বেশি এমপির সমর্থন পেয়েছেন, যা আরেক প্রধানমন্ত্রী প্রার্থী পেনি মর্ডান্টের ২৫ জনের চেয়ে অনেক বেশি। ফলে ঋসি সুনাক স্বয়ংক্রিয়ভাবে দেশটির প্রধানমন্ত্রী হতে পারেন।
যুক্তরাজ্যের পত্রিকাগুলোও ঋষি সুনাকের সম্ভাবনার কথা উল্লেখ করে শিরোনাম ও খবর প্রকাশ করেছে প্রথম পাতায়।
উল্লেখ্য, কনজাভেটিভ পার্টির নতুন নিয়মে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার জন্য কমপক্ষে ১০০ এমপির সমর্থন প্রয়োজন হয়। যারা প্রধানমন্ত্রিত্বের দৌড়ে অংশ নিতে ইচ্ছুক, তাদের সোমবারের (২৪ অক্টোবর) মধ্যে এ সমর্থন নিশ্চিত করতে হবে।
আরএ/