ক্যাপিটল হিল দাঙ্গায় ট্রাম্পের সাবেক সহযোগীর ৪ মাসের জেল

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী ও তার উপদেষ্টা স্টিভ ব্যাননকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। কারাদাণ্ডের পাশাপাশি স্টিভ ব্যাননকে সাড়ে ৬ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
কংগ্রেসকে অবমাননার দায়ে ডিস্ট্রিক্ট জাজ কার্ল নিকোলস তাকে দণ্ড দেন বলে বৃটিশ গণমাধ্যম বিবিসি শনিবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে জানায়। এ সংক্রান্ত তদন্ত কমিটির কাছে সাক্ষ্য কিংবা নথি সরবরাহ করতে অস্বীকর করেছিলেন ব্যানন। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
শুক্রবার রায় ঘোষণার পর ব্যানন সাংবাদিকদের বলেন, ‘আজকে বিচারকের রায়ের দিন ছিল। এর বিরুদ্ধে আপিল করা হবে।’
এ ঘটনায় ব্যাননকে দুটি দোষে দোষী সাব্যস্ত করা হয়। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর পরাজয়ে ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকরা নজিরবিহীন তাণ্ডব চালায়। ওই দাঙ্গার ঘটনা তদন্তে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ একটি কমিটি গঠন করে। কমিটির পক্ষ থেকেই স্টিভ ব্যাননকে সাক্ষ্য দিতে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু ব্যানন তা উপেক্ষা করেন। যেসব নথিপত্র চাওয়া হয় তা সরবরাহ করেননি তিনি।
এসএন
