নিউ ইয়র্কে লিঙ্গ নির্দেশক শব্দ বাতিলে আইন পাস
যে শব্দের মাধ্যমে কোনো নির্দিষ্ট লিঙ্গ নির্দেশ করে এমন বেশকিছু শব্দের পরিবর্তনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে অভিনব আইন পাস হয়েছে। লিঙ্গ-নিরপেক্ষ রাজ্য গড়ার প্রয়াসেই এ আইনটি পাস করা হয়েছে বলে জানানো হয়েছে। যেমন- ‘সেলস ম্যান’ এর পরিবর্তে ‘সেলস পারসন’,‘কাউন্সিল ম্যান’ এর পরিবর্তে ‘কাউন্সিল মেম্বার’।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ আগস্ট) নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল লিঙ্গ-নিরপেক্ষ শব্দ প্রয়োগের ওই আইনে সই করেছেন।
গভর্নর ক্যাথি হচুল বৃহস্পতিবার 'সেলস ম্যান (বিক্রয়কর্মী)' শব্দটিকে ‘সেলস পারসন’ (বিক্রয়কর্মী) দিয়ে প্রতিস্থাপন করে আইনে সই করেছেন। লিঙ্গ-নিরপেক্ষ ও অন্যান্য জাগ্রত ভাষার দিকে আলবেনির পদক্ষেপের একটি সর্বশেষতম সিরিজ।
অ্যাসেম্বলিম্যান ড্যানি ও’ডোনেলের সঙ্গে বিলটি স্পন্সরকারী সিনেটর আনা কাপলান (ডি-নাসাউ) বলেন, 'পদের কোনো লিঙ্গ নেই, কিন্তু দুর্ভাগ্যবশত, আমাদের রাজ্যের অনেক আইনে এখনো লিঙ্গ নির্দেশক শব্দের অনুশীলন করা হয় এবং বিভিন্ন পেশায় এসব শব্দ ব্যবহার হয়।
ওই আইনে বলা হয়েছে, ‘হিস (his)’ বা ‘হার (her)’ শব্দও ব্যবহার করা যাবে না। এর বদলে ‘দেয়ার (their)’ শব্দ ব্যবহার করতে হবে। ও’ডোনেল তার বিবৃতিতে বলেন, ‘আমরা চাই নিউ ইয়র্কের কর্মস্থলগুলোতে বৈচিত্র্য বিরাজ করুক।’
এ ছাড়া আরেকটি বিলও গভর্নর ক্যাথি হোচুল অনুমোদন করেছেন। স্টেট সিনেটর সামরা ব্রাক ও ক্যারি ওয়ারনারের স্পন্সর করা বিলে স্থানীয় আইন সভায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির পদবি ‘কাউন্সিল ম্যান’ শব্দটির বদলে ‘কাউন্সিল মেম্বার’ করার কথা বলা হয়েছিল। গভর্নর তাতেও সই করেছেন। তুলনামূলক কম বিতর্কের মাধ্যমেই অ্যাসেম্বলি ও স্টেট সিনেটে আইন দুটি পাস হয়েছে।
তবে সবাই যে এই পরিবর্তনে খুশি হয়েছে তা নয়। বিশেষ করে রিপাবলিকানরা একটু খোঁচাই দিয়েছে। তারা এগুলোকে হাস্যকর পরিবর্তন হিসেবে অভিহিত করেছে।
এসএন