থাইল্যান্ডে নাইট ক্লাবে আগুনে নিহত ১৩
থাইল্যান্ডের একটি নাইট ক্লাবে ভয়াবহ আগুনে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন।
দেশটির রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত মাউন্ট বি নামে একটি নাইট ক্লাবে এ আগুন লাগে বলে শুক্রবার (৫ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়।
পুলিশ কর্নেল উত্তিপং সোমজাই টেলিফোনে জানান, ব্যাংককের দক্ষিণ-পূর্বে চোনবুরি প্রদেশে মাউন্টি বি নাইট ক্লাবটি। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে ১৩ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতরা সবাই থাইল্যান্ডের নাগরিক বলেও জানিয়েছেন তিনি।
তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ। একটি ভিডিও ফুটেজে দেখা, নাইট ক্লাবটি থেকে লোকজন হুড়োহুড়ি করে বের হচ্ছে। দমকল কর্মীরা আগুন নেভাতে কাজ করছে।
দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচা ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে দেশের সব বিনোদন কেন্দ্রগুলোকে জরুরি প্রস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছেন।
এসএন