প্রথম আদিবাসী নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে ভারত
বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন একজন প্রথম আদিবাসী নারী। তিনি হচ্ছেন বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) প্রার্থী দ্রৌপদী মুর্মু।
এরই মধ্যে দেশটির পরবর্তী প্রেসিডেন্টকে নির্বাচিত করার জন্য সোমবার (১৮ জুলাই) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে ৯৯.১৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন দ্রৌপদী মুর্মু।
ভারতের আদিবাসী নারী ও ১৫তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি। দেশটির এমপি এবং বিধায়কদের ভোটে তার জয় প্রায় নিশ্চিত বলে ইতিমধ্যে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়।
ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। সংবিধানের ৬২ অনুচ্ছেদ অনুযায়ী এ পদ পূরণ করতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
দ্রৌপদী মুর্মু নির্বাচনে যশবন্ত সিনহার থেকে অনেকটাই এগিয়ে আছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা রাজনৈতিক দলগুলোর ঘোষণা মতে, প্রায় ৬০ শতাংশ ভোট পেতে পারেন দ্রৌপদী মুর্মু।
বৃহস্পতিবার (২১ জুলাই) ভোট গণনা হবে। বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হলে ২৫ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে জিততে ন্যূনতম ৫০ শতাংশের বেশি ভোট পেতে হয়। অবশ্য বিজেপির হিসেব অনুযায়ী, তিনি মোট ভোটের অন্তত ৬২ শতাংশ ভোট পেয়ে জিততে যাচ্ছেন । সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টোরাল কলেজ পদ্ধতিতে ভোটগ্রহণ হয়ে থাকে।
দেশটির বিভিন্ন রাজ্যে বিধায়কদের ভোটের মূল্যায়ন একেক রকম হয়। উত্তরপ্রদেশে প্রতিটি বিধায়কের ভোটের মূল্যায়ন ২০৮, তার পরে ঝাড়খণ্ড এবং তামিলনাড়ুতে বিধায়কদের ভোটের মূল্যায়ন ১৭৬। মহারাষ্ট্রে, এটি ১৭৫, পশ্চিমবঙ্গে ১৫১। এদিকে সিকিমে প্রতি বিধায়কের ভোটের মূল্যায়ন সাত, নাগাল্যান্ডে এটি ৯ এবং মিজোরামে ৮।
এমএমএ/