দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা, নিহত ৯
ছবি: রয়টার্স
দক্ষিণ আফ্রিকার দুই প্রদেশে বন্দুকধারীদের হামলায় অন্তত নয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় শনিবার (১৬ জুলাই) রাতে এসব হামলা হয়। খবর আল-জাজিরার।
দেশটির আইন প্রয়োগকারী সংস্থার বরাতে আল-জাজিরা জানায়, এসব হামলার ঘটনার পর অভিযান শুরু করেছে পুলিশ।
খবরে বলা হয়, শনিবার জোহানেসবার্গের দক্ষিণ শহরতলির থেম্বেলিহলে একটি বসতিতে বন্দুকধারীদের হামলায় চারজন গুলিবিদ্ধ ও আরও দুইজন আহত হন। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল লোক রাস্তার এক কোণে পাশা খেলছিল, এসময় দুর্বৃত্তরা তাদের উপর বন্দুক হামলা চালান।
দেশটির পুলিশ রোববার (১৭ জুলাই) আরও জানায়, শনিবার রাতে আরেক বন্দুক হামলায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের পার্শ্ববর্তী চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করে আঞ্চলিক পুলিশ কমিশনার ইলিয়াস মাওলা বলেছেন, কোনো কারণ ছাড়াই তাদের উপর হামলা চালানো হয়েছে।
এদিকে থেম্বেলিহেলে একটি পৃথক আরেক বন্দুক হামলায় ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এরপর নিহত ওই ব্যক্তির একটি মোবাইল ফোন ও একটি সাইকেল ছিনতাই হয়ে যায়। তবে প্রাথমিকভাবে এ হামলার কারণ নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ওয়েস্টার্ন কেপ প্রদেশে, খায়েলিতশা শহরে শনিবার রাতে তিনটি খুনের ঘটনার তদন্ত শুরু করেছে। কর্নেল আন্দ্রে ট্রাউট বলেছেন, চতুর্থ হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা। হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটজনকে আটক করা হয়েছে।
আরএ/