ইউক্রেনের কার্গো উড়োজাহাজ গ্রিসে বিধ্বস্ত
গিসের উত্তরাঞ্চলীয় শহর কাভালার কাছে ইউক্রেনের একটি কোম্পানির কার্গো উড়োজাহাজ ‘আন্তোনভ-১২’ বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কতজন হতাহত হয়েছেন সে বিষয়ে কিছুই জানা যায়নি। গ্রিসের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিম সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (১৬ জুলাই) সার্বিয়া থেকে জর্ডান যাওয়ার পথে বিধ্বস্ত হয়।
বিবিসির প্রতিবেদদেন বলা হয়েছে, বিশাল কার্গো উড়োজাহাজে ক্রুসহ কতজন আরোহী ছিলেন এখনও জানা যায়নি। বিধ্বস্তের পর হতাহতের বিষয়টিও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি জানায়, কার্গো উড়োজাহাজটিতে ১২ টন ওজনের মালামাল ছিল। একে বিপর্যয় বলে বর্ণনা করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ইঞ্জিনের ত্রুটি দেখা দেওয়ায় পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন, কিন্তু রানওয়েতে আর পৌঁছানো সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, প্লেনটিতে ৮ জন আরোহী ছিলেন।
কয়েকটি ফুটেজে দেখা গেছে, অবতরণের আগেই আগুন ধরে যায় এবং নামার পরপরই বিকট বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরাও বিস্ফোরণের শব্দ শুনেছেন। এ বিষয়ে ইউক্রেন, সার্বিয়া ও জর্ডান থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এসএন