শ্রীলঙ্কায় নিরাপত্তা বাহিনীর টিয়ারশেলে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত
চরম অর্থনৈতিক সংকটের জেরে শ্রীলঙ্কায় চলছে সরকারবিরোধী বিক্ষোভ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে বিক্ষোভে ছোড়া নিরাপত্তা বাহিনীর টিয়ারশেলে ২৬ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর ও ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, বুধবার শ্রীলঙ্কার ফ্লাওয়ার রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে বিক্ষোভ চলাকালে টিয়ারশেল নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। এতে ওই যুবকের শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে বিক্ষোভ ও আন্দোলনের জেরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে রাতের আঁধারে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়েছেন গোতাবায়া রাজাপাকসে। তবে মালদ্বীপেও শ্রীলঙ্কান প্রবাসীদের বিক্ষোভের মুখে পড়েছেন তিনি।
কলম্বো থেকে শ্রীলঙ্কার একটি গোয়েন্দা সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছে, মালদ্বীপে একটি বিলাসবহুল রিসোর্তে অবস্থান করছেন গোতাবায়া। মালদ্বীপ থেকে সিঙ্গাপুর বা সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেন তিনি।
বেসামরিক বিমান ও সমুদ্রপথে শ্রীলঙ্কা থেকে পালাতে ব্যর্থ হয়ে সামরিক বিমানে করে দেশ ছেড়ে পালান ৭৩ বছর বয়সী গোতাবায়া রাজাপাকসে। তিনি স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছান।
এসজি/