গোতাবায়াকে আশ্রয় দেওয়ায় মালদ্বীপেও বিক্ষোভ
ছবি: সংগৃহীত
নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও বিক্ষোভের জেরে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের পর রাতের আঁধারে সামরিক বিমানে করে দেশ থেকে পালিয়ে মালদ্বীপে যান গোতাবায়া রাজাপাকসে। তবে মালদ্বীপে গিয়েও শান্তি নেই তার। সেখানেও বিক্ষোভের মুখে পড়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
মালদ্বীপে শ্রীলঙ্কান প্রবাসীরা পতাকা ও প্ল্যাকার্ড হাতে গোতাবায়ার বিরুদ্ধে বিক্ষোভ করেন। গোতাবায়াকে আশ্রয় দেওয়ায় মালদ্বীপের সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। এমনকি দেশটির বিরোধী দলের নেতারাও এর সমালোচনা করেন।
বার্তা সংস্থা এএফপি বলছে, বিক্ষোভ ও আন্দোলনের মুখে শ্রীলঙ্কা থেকে পালিয়ে যাওয়া গোতাবায়া মালদ্বীপেও বিক্ষোভের মুখে পড়েন। মালদ্বীপে বসবাসরত শ্রীলঙ্কানরদের হাতে একটি ব্যানার ছিল। তাতে লেখা, মালদ্বীপের বন্ধুরা, অপরাধীদের রক্ষা না করার জন্য আপনাদের সরকারকে আহ্বান জানান।
কলম্বো থেকে শ্রীলঙ্কার একটি গোয়েন্দা সূত্র এএফপিকে বলেছে, মালদ্বীপে একটি বিলাসবহুল রিসোর্টে অবস্থান করছেন গোতাবায়া। সেখান থেকে তিনি সিঙ্গাপুর অথবা আরব আমিরাতে যেতে পারেন। তবে তার নিরাপত্তা নিশ্চিত করা বড় একটি চ্যালেঞ্জ। আর এই দুই দেশেই শ্রীলঙ্কান মানুষ বসবাস করেন।
এদিকে মালদ্বীপে গোতাবায়াকে আশ্রয় দেওয়ার বিরোধিতা করেছেন দেশটির প্রধান বিরোধী দল প্রগ্রেসিভ পার্টি অব মালদ্বীপ (পিপিএম) এর এক নেতা। তিনি বলেন, নিজ দেশে যিনি ঘৃণিত তাকে মালদ্বীপে আশ্রয় দিয়ে আমরা শ্রীলঙ্কান বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি।
গোতাবায়াকে মালদ্বীপ আশ্রয় দেওয়ায় ও তাকে নিরাপদে পালানোর ব্যবস্থা করে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক প্রেসিডেন্ট মাউমুন আবদুল মাওমুন আবদুল গাইয়ুমের মেয়ে দুনায়া মাউমুন।
প্রসঙ্গত, বেসামরিক বিমান ও সমুদ্রপথে শ্রীলঙ্কা থেকে পালাতে ব্যর্থ হয়ে সামরিক বিমানে করে দেশ ছেড়ে পালান ৭৩ বছর বয়সী গোতাবায়া রাজাপাকসে। তিনি স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছান।
এসজি/