পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা শ্রীলঙ্কান প্রেসিডেন্ট
চরম অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এবার দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়েছেন তিনি।
মঙ্গলবার (১২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন দেশটির গণমাধ্যম কলম্বো গেজেট।
প্রতিবেদনে বলা হয়, ৭৪ বছর বয়সী গোতাবায়া রাজাপাকসে তার স্ত্রীকে নিয়ে কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে একটি সামরিক ঘাঁটিতে ছিলেন। তিনি রাতে সেখানেই অবস্থান নিয়েছিলেন। সেখান থেকে আজ বিমানবন্দরে আসেন তিনি।
বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন দখলে নেয়। বাসভবন দখলে নেওয়ার আগেই তিনি সেখান থেকে পালিয়ে যান। জনগণের বিক্ষোভের মুখে বুধবার (১৩ জুলাই) পদত্যাগের প্রতিশ্রুতি দেন গোতাবায়া রাজাপাকসে। তবে প্রতিশ্রুতি রক্ষার আগেই দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন তিনি। তবে তাকে বিমানবন্দরে আটকে দেয় অভিবাসন কর্মকর্তারা।
প্রতিবেদনে আরও বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতির কারণে গোতাবায়া রাজাপাকসে গ্রেপ্তার হওয়ার শঙ্কা করছিলেন। আর তাই গ্রেপ্তার এড়াতে পদত্যাগের আগে বিদেশ পালিয়ে যেতে চেষ্টা করেন তিনি। তবে বিমানবন্দরে পাসপোর্ট আটকে দেয় অভিবাসন কর্মকর্তারা।
এর আগে একইভাবে দেশ ছাড়তে গিয়ে ধরা পড়েন গোতাবায়ার ছোট ভাই ও সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে। তাকেও অভিবাসন কর্মকর্তারা আটকে দেন। বিমানবন্দরের ভিআইপি এক্সিট গেট ব্যবহার করে দেশ ছাড়তে চেয়েছিলেন তিনি। তবে অভিবাসন কর্মকর্তারা তা হতে দেয়নি।
এএফপির খবরে বলা হয়, প্রেসিডেন্ট গোতাবায়া বিমানবন্দরের ভিআইপি স্যুইটে অপেক্ষা করছিলেন। নিরাপত্তার কারণে তাকে সেখানে রাখা হয়েছিল। পরে অভিবাসন কর্মকর্তাদের গোতাবায়ার পাসপোর্টে সিল মারার জন্য ভিআইপি স্যুইটে যেতে বলা হলে তারা অস্বীকৃতি জানায়। বর্তমানে গোতাবায়া কোথায় আছে সেই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, এরই মধ্যে পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন গোতাবায়া রাজাপাকসে। তার এই পদত্যাগপত্র আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে। আনুষ্ঠানিকভাবে আগামীকাল গোতাবায়ার পদত্যাগের বিষয়টি জানাবেন দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।
এসজি/