দক্ষিণ আফ্রিকার ২ শহরে বন্দুকধারীর হামলায় নিহত ১৯
দক্ষিণ আফ্রিকার সোয়েটো ও পিটারমারিৎসবার্গ শহরের বারে বন্দুকধারীর হামলায় ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে সোয়েটো শহরে ১৫ জন ও পিটারমারিৎসবার্গ শহরে ৪ জন নিহত হয়েছেন।
শনিবার (৯ জুলাই) মধ্যরাতের পর এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, শনিবার মধ্যরাতে বন্দুকধারীরা অরল্যান্ডো ইস্ট এলাকার একটি বারে প্রবেশ করে এবং একদল যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যান। এসময় ১৫ জন নিহত ও ৯ জন আহত হন। হামলায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে এ হামলায় কারা জড়িত এ ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। নিহতদের বয়স ১৯ থেকে ৩৫ বছর পর্যন্ত বলে জানা যায়।
অন্যদিকে সোয়েটো থেকে ৫০০ কিলোমিটার দূরের শহর পিটারমারিৎসবার্গের আরেকটি বারে বন্দুক হামলায় ৪ জনের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় কতজন আহত হয়েছেন তা জানাতে পারেনি পুলিশ।
দক্ষিণ আফ্রিকা বিশ্বের অন্যতম সংঘাতপূর্ণ দেশ। এসব ঘটনা দক্ষিণ আফ্রিকায় নতুন কিছু নয়। দেশটিতে প্রতিবছর ২০ হাজারের বেশি মানুষ এসব হামলায় নিহত হন। বেশিরভাগ সময় মাদক কারবারিকে কেন্দ্র করে বন্দুক হামলার ঘটনা ঘটে।
এসজি/