শ্রীলঙ্কায় এমপি-মন্ত্রীদের পালানো ঠেকাতে বিমানবন্দরে বিক্ষোভকারীরা
শ্রীলঙ্কায় রাজাপাকসে পরিবার ও পার্লামেন্টের সদস্যদের পালানো ঠেকাতে বিমানবন্দরের প্রবেশমুখে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা।
মঙ্গলবার (১০ মে) শ্রীলঙ্কার বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ ফার্স্ট এ তথ্য জানায়।
নিউজ ফার্স্ট জানায়, মঙ্গলবার শ্রীলঙ্কার বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথ বন্ধ করে দিয়ে সরকারবিরোধী বিক্ষোভকারীরা সেখানে অবস্থান নিয়েছেন।
ক্ষমতাসীনরা কেউ যাতে দেশ থেকে পালাতে না পারেন সে কারণেই তাদের এই অবস্থান বলে জানায় নিউজ ফার্স্ট।
কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর স্থানীয়ভাবে কাতুনায়েকে বিমানবন্দর নামে পরিচিত।
এদিকে, মঙ্গলবার শ্রীলঙ্কায় সেনা এবং পুলিশের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পর এবার সহিংসতাকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছে সরকার।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র নলিন হেরাথ বলেন, কাউকে সরকারি সম্পত্তি লুটপাট বা মানবজীবনের ক্ষতি করতে দেখলে নিরাপত্তা বাহিনীকে তৎক্ষণাৎ গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশটিতে চলমান কারফিউ বৃহস্পতিবার (১২ মে) সকাল ৭টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই ঘোষণার আগে, রাষ্ট্রপতির মিডিয়া বিভাগ জানিয়েছিল বুধবার (১১ মে) সকাল ৭টায় কারফিউ তুলে নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে সেনা এবং পুলিশের হাতে ক্ষমতা তুলে দেয় দেশটির সরকার। এই জরুরি ক্ষমতাবলে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের সুযোগ পাবে নিরাপত্তা বাহিনী।
প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া মাহিন্দা রাজাপাকসের ছোট ভাই প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পরোয়ানা ছাড়াই জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তারের ক্ষমতা দিয়েছেন নিরাপত্তা বাহিনীকে।
সোমবার (৯ মে) তুমুল বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন মাহিন্দা রাজাপক্ষে। এরপর দেশব্যাপী কারফিউ সত্ত্বেও ব্যাপক বিক্ষোভ-সহিংসতায় এ পর্যন্ত অন্তত আটজন মারা যান এবং আহত হন কমপক্ষে ২২০ জন।
আরএ/