সেনা পাহারায় প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়লেন মাহিন্দা
গণবিক্ষোভের মুখে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে সরকারি বাসভবন ছেড়েছেন সেনা পাহারায়। দেশটির ইতিহাসে প্রতাপশালী সরকার ও রাষ্ট্রপ্রধানদের তালিকায় নিশ্চিতভাবে নাম থাকবে একাধিকবার ক্ষমতায় থাকায় মাহিন্দার।
মঙ্গলবার (১০ মে) কলম্বোয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়েন মাহিন্দা রাজাপক্ষে।
এর আগে হাজারো বিক্ষোভকারী বাসভবনের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন এবং তারা রাজধানীর ‘টেম্পল ট্রিজ’ বাসভবনের মূল দোতলা ভবনে হামলার চেষ্টা করেন। প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে আটকা পড়েন সেখানে।
দেশটির শীর্ষস্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানান, ভোরের আলো ফোটার আগে এক অভিযানে সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর বাসভবনে কমপক্ষে ১০টি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছিল।’
মাহিন্দা রাজাপক্ষকে অজ্ঞাতনামা স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগের দিন দেশটিতে সহিংস বিক্ষোভে কমপক্ষে পাঁচজন নিহত হন।
নিহত ব্যক্তিদের মধ্যে একজন আইনপ্রণেতাও রয়েছেন। বিক্ষোভকারীদের কবলে পড়ে তিনি নিজ গুলিতে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিক্ষোভে আহত হয়েছেন আরও প্রায় ২০০ জন।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ ঠেকাতে তিনটি ফটকেই বিক্ষোভকারীদের লক্ষ্য করে মুহুর্মুহু কাদানে গ্যাস ছোড়ে পুলিশ। ফাঁকা গুলিও ছোড়া হয়। ঔপনিবেশিক আমলের ভবনটিকে রাষ্ট্রীয় ক্ষমতার প্রতীক বিবেচনা করা হয়।
শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয় গত শুক্রবার থেকে। বিক্ষোভের লাগাম টানতে এরপর জারি করা হয় কারফিউ।
সোমবার (৯ মে) এরই মধ্যে দেশজুড়ে বিক্ষোভে রাজাপক্ষের অনুগতদের কয়েক ডজন বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। হামবানটোটায় রাজাপক্ষের পৈতৃক বাড়িতেও আগুন দেওয়া হয়। ওইদিন নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর পরিবারের সমর্থকদের হামলায় উসকানি দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে দায়ী করেন বিক্ষোভকারী ও দেশটির ধর্মীয় নেতারা। এর জেরেই মূলত পাল্টা হামলা শুরু হয়।
শ্রীলঙ্কায় কয়েক মাস ধরে খাবার, জ্বালানি ও ওষুধের তীব্র সংকট চলছে। ব্যাপকভাবে মূল্যস্ফীতি বেড়েছে, বিদ্যুৎ-বিভ্রাটও কম নয়। এ পরিস্থিতিতে সরকার পতনের দাবিতে এক মাসের বেশি সময় ধরে দেশটিতে বিক্ষোভ চলছে।
এর আগে শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে মাহিন্দা রাজাপক্ষকে পদত্যাগ করতে বলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে।
রাষ্ট্রপতি গোতাবায়া সম্পর্কে মাহিন্দা রাজাপক্ষের ছোট ভাই। মাহিন্দা রাজাপক্ষে গত এক যুগ আগে শ্রীলঙ্কার স্বাধীনতাকামী তামিল টাইগারদের দমন করে দেশটিতে রাজাপক্ষে পরিবারের আধিপত্য তৈরি করেছিলেন।
এমএমএ/