রাশিয়াকে নিষেধাজ্ঞা দিয়ে উল্টো বিপাকে জার্মানি
ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়ার উপর যেসব দেশ একের পর এক কঠোর নিষেধাজ্ঞা দিচ্ছে তার মধ্যে অন্যতম জার্মানি। রাশিয়াও জার্মানিসহ পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে রাশিয়ার তেল ও গ্যাসের উপর অনেকটাই নির্ভরশীল জার্মানি চরম বিপাকে পড়েছে।
রোববার (৮ মে) রাশিয়ার সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
আরটি জানায়, জার্মানির শিল্প উৎপাদন ফেব্রুয়ারিতে শূন্য দশমিক এক শতাংশ বাড়ে। কিন্তু মার্চে দেশটির উৎপাদন তিন দশমিক নয় শতাংশ কমেছে। বার্ষিকভিত্তিতে দেশটির শিল্প উৎপাদন মার্চে কমেছে তিন দশমিক পাঁচ শতাংশ।
অপরদিকে, দেশটির ম্যানুফ্যাকচারিং উৎপাদন কমেছে চার দশমিক ছয় শতাংশ। একই সঙ্গে জ্বালানি উৎপাদন কমেছে ১১ দশমিক চার শতাংশ। যদিও এসময় নির্মাণ উৎপাদন বেড়েছে এক দশমিক এক শতাংশ। উৎপাদনে যেসব পণ্যের ব্যবহার হয় সেক্ষেত্রেও বড় ক্ষতি হয়েছে জার্মানির। এখাতে মোট পতনের হার আট দশমিক তিন শতাংশ।
মার্চ মাসে ইউরোজোনের বাইরে থেকে জার্মানিতে বিদেশি অর্ডার ১৩ দশমিক দুই শতাংশ কমেছে। এদিকে অঞ্চলটির ভেতর থেকে চাহিদা বেড়েছে পাঁচ দশমিক ছয় শতাংশ। তাছাড়া অভ্যন্তরীণ অর্ডার কমেছে এক দশমিক আট শতাংশ।
জার্মানির পরিসংখ্যান অফিস বলছে, বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে কঠিন সময় যাচ্ছে, যা বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
আরএ/